Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হলেন জেমন প্যামেন্টে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ২১:৫৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ০৩:০৩

নিক পোথাস দায়িত্ব ছাড়ার পর থেকেই ফাঁকা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের চেয়ারটা। নতুন ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন জেমস প্যামেন্ট। ইংল্যান্ডে জন্ম হলেও নিউজিল্যান্ডে থিতু হওয়া এই কোচের কোচিং ক্যারিয়ার বেশ লম্বা। সর্বশেষ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এর আগে দলটির ফিল্ডিং কোচ ও রানিং বিটুইন দ্য উইকেট নিয়েও কাজ করেছেন জেমস প্যামেন্ট।

বিজ্ঞাপন

এর আগে নিউজিল্যান্ডের নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ফিল্ডিং রিসোর্স কোচ ও স্পেশাল টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নিউজিল্যান্ড জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করেছেন প্যামেন্ট। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন অল্প সময়।

আজ  সোমবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্যামেন্টকে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার খবরটি দিয়েছে বিসিবি। নিয়োগ পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে জেমস প্যামেন্ট বলেন, ‘প্রতিভায় ভরা বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব রোমাঞ্চিত। আমি অধীর আগ্রহে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’

কদিন পর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জেমস প্যামেন্টের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর