Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাথার চোটে বিরক্ত, ক্রিকেটই ছেড়ে দিলেন পুকোভস্কি

স্পোর্টস ডেস্ক
৮ এপ্রিল ২০২৫ ১২:৩২

উইল পুকোভস্কি

 ২৭ বছর বয়সে ক্রিকেটাররা উড়ে বেড়ান মাঠে, দাপিয়ে বেড়ান সর্বত্র। কিন্তু অস্ট্রেলিয়ার উইল পুকোভস্কি ক্রিকেটকেই বিদায় বলে দিলেন। তাও মাথার চোটে! কারণ ক্রিকেট খেলতে গিয়ে বারবার বলের আঘাতে মাথায় চোট পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। কনকাশন বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শে  আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসবরের ঘোষণা দিয়েছেন অজিদের হয়ে একটি টেস্ট খেলা পুকোভস্কি।

বিজ্ঞাপন

কনকাশনের জন্য ২০২৪ সালের মার্চ থেকে খেলার বাইরে আছেন পুকোভস্কি। সর্বশেষ তিনি মাথায় চোট পান অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে। পেসার রাইলি মেরেডিথের বাউন্সার লেগেছিল তার মাথায়। চোটের ধরন বেশি গুরুত্বর হওয়াতে আর ক্রিকেটে ফেরেননি তিনি।

২০২১ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল পুকোভস্কির। আজ কনকাশনের কাছে হার মেনে অবসরের ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, ‘মস্তিষ্কের আর ক্ষতি হতে দিতে চাই না। যেখানে জীবন নিয়ে অনিশ্চয়তা, সেখানে আবার পেশাদার ক্রিকেটে ফেরাটা কঠিনই হতো। তাই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ১৩ বার কনকাশনের শিকার হওয়া পুকোভস্কি খেলেছেন ৩৬টি প্রথম শ্রেণি, একটি টেস্ট ও ১৪টি লিস্ট ‘এ’ ম্যাচ।

সারাবাংলা/জেটি

অস্ট্রেলিয়া ক্রিকেট দল উইল পুকোভস্কি কনকাশন