দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সিলেটে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২০ এপ্রিল। দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম, শুরু হবে ২৮ এপ্রিল। এই দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। এক সিরিজ পর অধিনায়ক ক্রেইগ আরভিনও ফিরেছেন।
২০২০ সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হেরেছিল জিম্বাবুইয়ানরা।
দুই বড় নামের প্রত্যাবর্তনের সাথে স্কোয়াডে বেশ কিছু বদলও এসেছে। দুই বছর পর টেস্ট দলের ঢুকেছেন তাফাজওয়া সিগা। সর্বশেষ ২০২৩ সালে টেস্ট খেলা ওয়েলিংটন মাসাকাদজার সাথে দলে ফিরেছেন ওয়েসলি মাধেভেরেও।
দলের একমাত্র নতুন মুখ ভিনসেন্ট মাসেকেসা। তবে বাদ পড়েছেন উইকেটকিপার জয়লর্ড গাম্বি, পেসার নিউম্যান ন্যামহুরি ও ব্যাটার তাকুদজওয়ানাশে কাইতানো।
জিম্বাবুয়ে স্কোয়াড ঘোষণা করলেও এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ। আগামী ১২ এপ্রিল এই সিরিজকে সামনে রেখে সিলেটে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।