নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি সৌদি-মিশর
২৫ জুন ২০১৮ ১২:০১
।। স্পোর্টস ডেস্ক ।।
মিশর, রাশিয়া, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে সাজানো গ্রুপ ‘এ’র দুটি ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় সামারায় মাঠে নামবে উরুগুয়ে-রাশিয়া। আর একই সময়ে ভলগোগ্রাদে মিশরের বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব। এরই মধ্যে স্বাগতিক রাশিয়া আর উরুগুয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। টানা দুই ম্যাচ জিতেছে তারা। আর টানা দুই ম্যাচ হেরে রাশিয়া থেকে বিদায় নিতে হয়েছে সৌদি-মিশরকে। গ্রুপ পর্বে নিয়মরক্ষার শেষ ম্যাচ খেলবে তারা।
১৯৯৪ থেকে টানা চার বিশ্বকাপে সৌদি আরব ছিল নিয়মিত। এরপর এক যুগেরও বিরতির পর সৌদি আরব আবার ফিরছে বিশ্বকাপে। তবে বিশ্বকাপে ফেরাটা মোটেই ভালো হয়নি। রাশিয়ার কাছে প্রথম ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল ১-০ গোলের ব্যবধানে। রাশিয়া থেকে বিদায় নেওয়া সৌদি নিয়মরক্ষার শেষ ম্যাচে মিশরের বিপক্ষে কতটুকু কী করতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
সৌদির মূল সমস্যা খেলোয়াড়দের বাইরের লিগে খেলার অভিজ্ঞতার অভাব। কমবেশি সবাই খেলেন ঘরোয়া লিগে। সেই ঘাটতি মেটাতে গত জানুয়ারিতে বেশ কয়েকজন খেলোয়াড়কে লা লিগার বিভিন্ন ক্লাবের হয়ে খেলানোর ব্যবস্থা করেছিল সৌদি ফেডারেশন। কিন্তু কেউই তেমন একটা মাঠে নামার সুযোগ পাননি।
এদিকে, মিশরের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল মোহামেদ সালাহর ইনজুরি। উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি, দল হেরেছিল ১-০ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে রাশিয়ার বিপক্ষে খেলেছিলেন সালাহ, পেনাল্টি থেকে গোলও করেছিলেন। কিন্তু, দল হেরেছিল ৩-১ ব্যবধানে। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তার ওপরেই হয়তো নির্ভর করছে মিশরের জয়-পরাজয়ের ভাগ্য।
সারাবাংলা/এমআরপি