Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারলে বিপাকে পড়বে স্পেন


২৫ জুন ২০১৮ ১২:৪৮

।। সারাবাংলা ডেস্ক ।।

স্পেন, পর্তুগাল, ইরান ও মরক্কোর গ্রুপ ‘বি’র ভিন্ন দুটি ম্যাচ আজ রাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় সারানস্কে মুখোমুখি হবে ইরান-পর্তুগাল এবং একই সময়ে কালিনিনগ্রাদে লড়বে স্পেন-মরক্কো। নিজেদের প্রথম দুটি ম্যাচের একটিতে জয় আর একটিতে ড্র করেছে পর্তুগাল-স্পেন। আর একটি ম্যাচ জিতেছে ইরান, বাকিটিতে হেরেছে। এদিকে, মরক্কো নিজেদের প্রথম দুটি ম্যাচে হেরে বিদায় নিয়েছে।

বিজ্ঞাপন

নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে পর্তুগাল। হ্যাটট্রিক করেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের পরের ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়ে দেয় স্প্যানিশরা। এদিকে, নিজেদের দুটি ম্যাচেই হেরেছে মরক্কো। ইতোমধ্যেই প্রথম দুটি ম্যাচে হেরে বিদায় নেওয়া মরক্কো গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিয়মরক্ষা করতেই মাঠে নামবে। প্রথম ম্যাচে তারা ইরানের বিপক্ষে ১-০ গোলে আর দ্বিতীয় ম্যাচে পর্তুগালের কাছেও একই ব্যবধানে হেরেছে দেশটি। এই গ্রুপের ম্যাচে পর্তুগালকে আজ ইরান হারিয়ে দিলে আর মরক্কোকে স্পেন হারিয়ে দিলে বিদায় ঘণ্টা বাজবে রোনালদোর পর্তুগালের।

দারুণ দল নিয়েও কিছু করতে না পারার অপবাদ ঘুঁচিয়েছে স্পেন ৮ বছর আগেই। গত বিশ্বকাপটা অবশ্য ভুলেই যেতে চাইবে তারা, এরপর কোচ বদলের সাথে সাথে বিদায় নিয়েছে একটা প্রজন্মও। কাগজে কলমে এই স্পেন অবশ্য বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর মধ্যে একটি। গোলপোস্টের নিচে ডি গিয়া এখনও বিশ্বসেরা। রক্ষণে রামোস, পিকেরা তো আছেনই। মধ্যমাঠে বুস্কেটস, সিলভাদের অভিজ্ঞতার সাথে ইসকো, আসেনসিওরা শোনাতে প্রস্তুত নতুন প্রজন্মের গান।

বিজ্ঞাপন

তবে স্পেন কোচের সবচেয়ে বড় চিন্তার নাম আক্রমণ। বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল যার, সেই মোরাতার ক্লাব ফুটবলের ফর্মহীনতার জন্য জায়গা হয়নি রাশিয়ার দলে। ভরসা তাই ডিয়েগো কস্তা, আসপাসরাই।

এদিকে, আশি ও নব্বইয়ের দশকে বিশ্বকাপের নিয়মিত মুখ ছিল মরক্কো। মুস্তাফা হাজি, নুরুদ্দিন নেইবেতদেও নাম হয়ে উঠেছিল পরিচিত। ১৯৯৮ সালের পর অনেক দিনের জন্য বিশ্বকাপ অধরা থেকে যায় মরক্কোর। অবশেষে ২০ বছর পর আবার ফিরেছিল বিশ্বকাপে। তবে, সেটা শুধুই ফেরার গল্প হয়ে থাকলো ইতোমধ্যেই বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়া দলটির।

ইরান আর পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে হারা মরক্কোর বড় ভরসা রক্ষণ। বিশ্বকাপের ৩২টি দলের মধ্যে মরক্কোই একমাত্র দেশ, বাছাইপর্বে যারা কোনো গোল হজম করেনি। অথচ বাছাইপর্বের শুরুতে গোল করাটাই ছিল সমস্যা, প্রথম চার ম্যাচের তিনটিতেই ছিল ড্র। এরপর বাকি ৩ ম্যাচই জিতে ১২ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করেছিল রাশিয়া বিশ্বকাপের টিকিট। আক্রমণ ও রক্ষণে ইউরোপিয়ান লিগে খেলা বেশ কয়েকজন আছেন। তবে জুভেন্টাসের বেনাতিয়ার নেতৃত্বে রক্ষণই তাদের সবচেয়ে বড় ভরসা। স্পেনকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে এই দুর্দান্ত রক্ষণ দূর্গই ভাঙতে হবে।

এই ম্যাচের আগে স্পেন এবং পর্তুগালের পয়েন্ট সমান ৪। ইরানের ৩ আর মরক্কোর ০। অপর ম্যাচে যদি পর্তুগাল হেরে যায় আর এই ম্যাচে যদি স্পেন জিতে যায় তাহলে মরক্কোর মতো বিদায় নিতে হবে রোনালদোর পর্তুগালকে। তখন স্পেনের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭, ইরানের ৬, পর্তুগালের ৪ আর মরক্কোর ০। আর যদি কোনো অঘটন ঘটিয়ে স্পেনকে হারিয়ে দেয় মরক্কো তখন ইরান-পর্তুগাল ম্যাচের ওপর ঝুলবে স্প্যানিশদের বিশ্বকাপ ভাগ্য। এমনও হতে পারে গোল ব্যবধানের কারণে আজ বিদায় নিতে হতে পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

ধরা পড়লো সাইফের ওপর হামলাকারী
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২১

আরো

সম্পর্কিত খবর