।। সারাবাংলা ডেস্ক ।।
স্পেন, পর্তুগাল, ইরান ও মরক্কোর গ্রুপ ‘বি’র ভিন্ন দুটি ম্যাচ আজ রাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় সারানস্কে মুখোমুখি হবে ইরান-পর্তুগাল এবং একই সময়ে কালিনিনগ্রাদে লড়বে স্পেন-মরক্কো। নিজেদের প্রথম দুটি ম্যাচের একটিতে জয় আর একটিতে ড্র করেছে পর্তুগাল-স্পেন। আর একটি ম্যাচ জিতেছে ইরান, বাকিটিতে হেরেছে। এদিকে, মরক্কো নিজেদের প্রথম দুটি ম্যাচে হেরে বিদায় নিয়েছে।
নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। হ্যাটট্রিক করেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের পরের ম্যাচে মরক্কোর বিপক্ষে রোনালদোর একমাত্র গোলে জয় পায় পর্তুগাল। এদিকে, মরক্কোকে প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল ইরান আর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে হেরেছিল একই ব্যবধানে। পর্তুগালকে আজ ইরান হারিয়ে দিলে আর মরক্কোকে স্পেন হারিয়ে দিলে বিদায় ঘণ্টা বাজবে রোনালদোর পর্তুগালের।
ইউসেবিওদের সময় যে পর্তুগাল মুগ্ধ করেছিল বিশ্বকে, এরপর তারা বিশ্বকাপের মানচিত্র থেকে হারিয়ে যায় লম্বা সময়ের জন্য। এরপর লুইস ফিগো, রুই কস্তাদের হাত ধরে নতুন ভোরের শুরু। আর রোনালদোরা সেই সূর্য নিয়ে গেছেন মধ্যগগনে। ইউরো চ্যাম্পিয়নরা এখন পরাশক্তিও বটে। তবে, দুই বছর আগের সেই ইউরো জয়ী দলের খোলনলচে বদলে গেছে অনেকটাই। ফাইনালের গোলদাতা এডের, রেনাতো সানচেজ, গোমেসসহ ওই দলের ১০ জন নেই এবার। তাতে সমস্যায় পড়তে হয়নি পর্তুগিজদের। এক রোনালদোই টেনে নিয়ে চলেছে দেশটিকে।
বাছাইপর্ব পার হতে খুব একটা কষ্ট করতে হয়নি পর্তুগালকে। এই দলের সবচেয়ে বড় সুবিধা অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল দারুণ। রক্ষণে পেপে, ব্রুনো আলভেসরা যেমন পোড়খাওয়া, মাঝমাঠ ও আক্রমণে দলের হাল ধরার জন্য আছেন তরুণ আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভারা। সবার ওপরে ছায়া হয়ে রোনালদো তো আছেনই। দেশের হয়ে অনেক রেকর্ড এর মধ্যেই নিজের করে নিয়েছেন, শোকেসে শুধু বিশ্বকাপই বাকি আছে রিয়াল মাদ্রিদের এই তারকার।
এদিকে, ফর্মে আছে ইরান। গত বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে ওই ম্যাচটার কথা অনেকের মনে থাকার কথা। লিওনেল মেসি শেষ মুহূর্তে এসে ওই জাদু না দেখালে আর্জেন্টিনাকে প্রায় ঠেকিয়েই দিয়েছিল ইরান। এবার পর্তুগাল ও স্পেনের মতো দুই পরাশক্তি ছিল গ্রুপে, তবে রক্ষণটা এবারও ছিল ইরানিদের মূল শক্তি। বাছাইপর্বে সবার আগে থেকে যে বিশ্বকাপে উঠেছে, তার মূল অবদান রক্ষণেই। পুরো বাছাইপর্ব মিলে দুই গোল হজম করে ইরান, তাদের চেয়ে কম গোল খাওয়ার কীর্তি নেই এশিয়ার আর কোনো দলেরই। মূল মঞ্চে এসে শুধু স্পেনের বিপক্ষেই একটি গোল হজম করতে হয়েছে।
আগের ৪ বার বিশ্বকাপে খেললেও কোনোবারই প্রথম রাউন্ড পার হওয়া হয়ে ওঠেনি তাদের। ২০১৪ বিশ্বকাপের মতো এবারও ইরানিয়ানদের কোচ কার্লোস কুইরোজ। গত ৪ বছরে দলটিকে দেখেছেন কাছ থেকে, এবার কি দ্বিতীয় রাউন্ডে তোলার অসাধ্য সাধন করতে পারবেন? পর্তুগালকে হারালে ইরানের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৬, পর্তুগালের হবে ৪। অপর ম্যাচে মরক্কোকে হারালে স্পেনের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭, তাতে বিদায় নিতে হবে পর্তুগিজদের। ইতোমধ্যেই বিদায় নিয়েছে মরক্কো।
সারাবাংলা/এমআরপি