Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের পর ডিপিএলেও পারিশ্রমিক নিয়ে বিতর্ক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ১৯:২৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২৫ ২১:৩০

পারিশ্রমিক ঠিকমতো না পাওয়া নিয়ে বড় বিতর্ক উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) একই বিতর্ক। পারিশ্রমিক ঠিকমতো না পাওয়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন ডিপিএলের দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা।

বুধবার (৯ এপ্রিল) পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা বিসিবি কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ করে এসেছেন। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীর কাছে চিঠি পৌঁছে দেন ক্রিকেটাররা। সেই সময় পারটেক্সের সাব্বির রহমান, মুক্তার আলীর মতো পরিচিত ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আজ সকাল থেকেই পারটেক্সের ক্রিকেটারদের ম্যাচ বর্জনের খবর ছড়িয়ে পরে। শোনা যাচ্ছিল, পারিশ্রমিক না পাওয়ার কারণে ম্যাচ বর্জন করতে যাচ্ছেন ক্লাবটির ক্রিকেটাররা। দুপুর হতে হতে বোর্ডকে ক্রিকেটারদের আনুষ্ঠানিক চিঠি দেওয়ার খবর জানা গেল।

পারটেক্স স্পোর্টিং ক্লাবটির ক্রিকেটারদের  অভিযোগ, এমনিতেই কম পারিশ্রমিকে নেওয়া হয়েছে তাদের। এখন সেটাও দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেছেন, ‘খেলোয়াড়েরা ৬০ শতাংশ পারিশ্রমিক পেয়েছে। বাকিটাও দিয়ে দেওয়া হবে। তারা ভয় পাচ্ছে দল ভালো না করায় হয়তো টাকা পাবে না।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

খালেদা জিয়ার দাফন সম্পন্ন
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮

‘আমি আপনার জামাই হতে চাই…’
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৩

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ
৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:২০

আরো