আইপিএল যেন জরিমানার মঞ্চ!
১০ এপ্রিল ২০২৫ ১৬:১৪
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে এখন পর্যন্ত হয়েছে ২৩টি ম্যাচ। এই ২৩ ম্যাচের মধ্যে ৫টিতেই জরিমানার মুখে পড়েছেন সংশ্লিষ্ট দলের অধিনায়ক। তাদের অপরাধ? নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারা। স্লো ওভার রেটের জন্য এখন পর্যন্ত আর্থিক জরিমানা গুনেছেন পাঁচজন, তালিকার সর্বশেষ সংযোজন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন।
চলতি আসরে স্লো ওভার রেটের জন্য দ্বিতীয়বারের মতো জরিমানা হয়েছে রাজস্থানের অধিনায়কের। গত বুধবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫৮ রানে ম্যাচে হারার পর সাঞ্জুকে জরিমানা করেছে আইপিএল কতৃপক্কজ।
রাজস্থানের হয়ে প্রথমবার আর্থিক জরিমানা দিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বেধে দেয়া সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারায় ২৪ লাখ রুপি জরিমানা হয় তার। সেই ম্যাচে অধিনায়ক না হলেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন সাঞ্জু।
আইপিএল কোড অফ কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী কোনো দল যদি এক মৌসুমে দ্বিতীয়বার স্লো ওভার রেটের শিকার হয়, সেক্ষেত্রে জরিমানা হবে ২৪ লাখ রুপি। তৃতীয়বার এমনটা হলে অবশ্য এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হবে। একইসাথে সেই ম্যাচ খেলা একাদশের সকলের ম্যাচ ফির ২৫% কেটে রাখা হবে, এই জরিমানার আওতায় পড়বেন ইম্প্যাক্ট প্লেয়ারও।
মৌসুমের পাঁচ ম্যাচ শেষে দুইবার স্লো ওভার রেটের জন্য জরিমানার মুখে পড়েছে রাজস্থান। পাঁচ ম্যাচ শেষে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে দলটি।
আইপিএলের এই মৌসুমে সাঞ্জুর আগে স্লো ওভার রেটের জন্য জরিমানা দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, রাজস্থান রয়্যালসের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ ও লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক রিশাভ পান্টকে
সারাবাংলা/জেটি