Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাহিমা-জান্নাতুলের স্পিন জাদুতে রেকর্ড জয় বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৭:০৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৯:৫৩

১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ

পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ (বৃহস্পতিবার) একের পর এক রেকর্ড গড়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দ্রুততম ওয়ানডে সেঞ্চুরিতে রেকর্ড  ২৭১ রানের সংগ্রহ বাংলাদেশের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের স্পিন জাদুতে থাইল্যান্ড থেমে গেছে মাত্র ৯৩ রান। বাংলাদেশ ম্যাচ জিতেছে ১৭৮ রানের বিশাল ব্যবধানে।

বিজ্ঞাপন

রানের হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয় এটি। এর আগে রানের হিসেবে সর্বোচ্চ ব্যবধানের জয় এসেছিল আয়ারল্যান্ডের  বিপক্ষে। ২০২৪ সালের নভেম্বরে মিরপুর স্টেডিয়ামে আইরিশদের ১৫৪ রানে হারায় বাংলাদেশ।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ফারজানা পিংকি ও শারমিন সুপ্তার ১০৪ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। ৭৮ বলের দুর্দান্ত সেঞ্চুরিতে শেষটা করেছেন জ্যোতি। হয়েছেন ওয়ানডেতে বাংলাদেশের দ্রততম সেঞ্চুরিয়ান।

লক্ষ্য তাড়ায় নেমে থাইল্যান্ড ওপেনিং জুটিতে ৩৮ রানের সংগ্রহ পেলেও সেখানে চিড় ধরাতে বেশি সময় নেননি বাংলাদেশের দুই স্পিনার। থাইল্যান্ডের দশ উইকেটের সবকয়টি নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন লেগ স্পিনার ফাহিমা আর অফস্পিনার জান্নাতুল। দুজনেই নেন পাঁচ উইকেট করে। থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেছেন চানিদা সুত্থিরুয়াং।

এর আগে ৭৮ বলে ১৫ চার ও এক ছক্কায় জ্যোতি তুলে নেন বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে জ্যোতির ব্যাট থেকে আসে ৮০ বলে ১০১ রানের ইনিংস। জ্যোতি সেঞ্চুরি পেলেও ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সুপ্তা। ৯৪ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটার। এর আগেও একবার সেঞ্চুরির দুয়ার থেকে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হন ঘরের মাঠে।

তৃতীয় উইকেটে সুপ্তা-জ্যোতি মিলে গড়েন ১৫২ রানের জুটি। যা তৃতীয় উইকেট তো বটেই, যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সব মিলিয়ে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ১৪৩ রানের। ২০২৪ সালের ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে ১৪৩ রানের জুটি এসেছিল পিংকি আর সুপ্তার ব্যাট থেকে।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৫২ রান। গত বছর মিরপুরে আইরিশদের বিপক্ষে ২৭ নভেম্বর এই রেকর্ড গড়ে বাংলাদেশ।

সারাবাংলা/জেটি

নিগার সুলতানা জ্যোতি ফাহিমা খাতুন বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর