Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে বাংলাদেশের মেয়েদের রেকর্ডময় দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৭:৩১

১৭৮ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতেছে বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানে চলছে আগামী নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ (বৃহস্পতিবার) থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানের ব্যবধানে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচে আরও কিছু রেকর্ড গড়ে বাংলাদেশ।

এক নজরে দেখে নিন, লাহোরে বাংলাদেশের রেকর্ডময় দিনের হাইলাইটস-

নিগার সুলাতানা জ্যোতি

৭৮ বলে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি ছুঁয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিজের প্রথম সেঞ্চুরিকে তিনি স্মরণীয় করে রেখেছেন বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে। এর আগে এই রেকর্ড ছিল ফারজানা পিংকির দখলে। আউট হওয়ার আগে খেলেছেন ৮০ বলে ১০১ রানের ইনিংস।

এই ইনিংসের পথে ১৫ চার ও এক ছক্কায় ৬৬ রান তুলেছেন জ্যোতি। যা এক ইনিংসে বাংলাদেশের পক্ষে বাউন্ডারি থেকে আদায় করা সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ৫৬ রানের রেকর্ড নিয়ে শীর্ষে ছিলেন শারমিন সুপ্তা। এই ডানহাতি ব্যাটার ৫৬ রান তুলেছিলেন গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।

সর্বোচ্চ দলীয় সংগ্রহ

পিংকির ৬৩, সুপ্তার ৯৪ ও জ্যোতির ১০১ রানের সুবাদে ৩ উইকেটে ২৭১ রানের রেকর্ড সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৫২ রান। গত বছর মিরপুরে আইরিশদের বিপক্ষে ২৭ নভেম্বর এই রেকর্ড গড়ে বাংলাদেশ।

রেকর্ড জুটি

তৃতীয় উইকেটে সুপ্তা-জ্যোতি মিলে গড়েন ১৫২ রানের জুটি। যা তৃতীয় উইকেট তো বটেই, যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সব মিলিয়ে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ১৪৩ রানের। ২০২৪ সালের ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে ১৪৩ রানের জুটি এসেছিল পিংকি আর সুপ্তার ব্যাট থেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর