Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ দল নিয়ে অলিম্পিকে যাচ্ছে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫ ১৮:২৮

১২৮ বছর পর অলিম্পিকে থাকছে ক্রিকেট

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আয়োজনের অংশহতে যাচ্ছে ক্রিকেটও। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালে অলিম্পিকে ছিল ক্রিকেট ইভেন্ট। সেবার কেবল দুই দল প্রতিদ্বন্দ্বিতা করলেও আগামী অলিম্পিকে এই ইভেন্টে অংশ নেবে ৬ দল।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী বোর্ড গতকাল অনুমোদন দিয়েছে ছয় দলের এই ইভেন্টের। জানা গেছে, ক্রিকেট ইভেন্টের জন্য নারী-পুরুষ দুই ক্যাটাগরিতে ৯০ জন করে অ্যাথলেটকে অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রতি দলকে স্কোয়াড সাজাতে হবে ১৫ জন নিয়ে। যদিও জানা যায়নি কোন ৬ দল খেলবে অলিম্পিকে।

বিজ্ঞাপন

তবে ফরম্যাট হিসেবে টি-টোয়েন্টিকেই বাছাই করেছে অলিম্পিক কমিটি। এখনও চূড়ান্ত হয়নি ভেন্যু। নিউ ইয়র্ক অবশ্য এগিয়ে আছে ক্রিকেট ইভেন্ট আয়োজক হওয়ার দৌড়ে।

সর্বপ্রথম ও সর্বশেষ ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট দেখা গিয়েছিল। সেবার গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশ নিয়েছিল এই ইভেন্টে।দুই দিন ব্যাপী সেই ম্যাচে ফ্রান্সকে হারিয়ে জিতেছিল গ্রেট ব্রিটেন। এরপর আর অলিম্পিকে ক্রিকেট না হওয়াতে এই ইভেন্টে স্বর্ণ জেতা একমাত্র দল তারা।

অবশ্য অলিম্পিকে ক্রিকেট না হলেও এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো বড় ক্রীড়া আয়োজনে দেখা গেছে ক্রিকেট। নারী-পুরুষ উভয় দলই প্রতিদ্বন্দ্বিতা করেছে সেসবে।

সারাবাংলা/জেটি

২০২৮ অলিম্পিক অলিম্পিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর