ক্রোয়েশিয়া নয়, আর্জেন্টিনাকে চাইছে ফ্রান্স
২৫ জুন ২০১৮ ১৩:৫৩
।। স্পোর্টস ডেস্ক ।।
শেষ ষোলোতে উঠতে নাইজেরিয়াকে হারাতে হবে আর্জেন্টিনার। ভাগ্য ভালো হলে গ্রুপ ‘ডি’ থেকে নকআউটে উঠবে গ্রুপ রানার্সআপ হয়ে। আর নিজেদের শেষ ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টানা দুই ম্যাচ জেতা ক্রোয়েশিয়া। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা ক্রোয়েশিয়ানদের জন্য মোটেই অসম্ভব কিছু নয়।
শেষ ষোলোতে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে ‘ডি’ গ্রুপের রানার্সআপদের। আর ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়নরা লড়বে ‘সি’ গ্রুপের রানার্সআপদের। সব ঠিকঠাক থাকলে তাতে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে হবে ‘সি’ গ্রুপ রানার্সআপদের। টানা দুই ম্যাচ জেতা ‘সি’ গ্রুপের ফ্রান্স এড়াতে চায় ক্রোয়েশিয়াকে। তাতে, নিজেদের শেষ ম্যাচে জিততে চায় ফরাসিরা। আরও পরিস্কার করে বললে দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়াকে নয়, আর্জেন্টিনা উঠলে তাদেরই প্রতিপক্ষ হিসেবে পেতে চাইছে ফরাসিরা।
ফরাসি তারকা পল পগবা মস্কোতে সাংবাদিকদের জানান, আমি সম্ভাব্য সব কিছু ধরেই বিশ্বাস করি, আর্জেন্টিনা শেষ ষোলোতে উঠবে। আর ক্রোয়েশিয়া নিজেদের শেষ ম্যাচে আইসল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে আমি ক্রোয়েশিয়াকে এড়াতে চাই, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোতে খেলতে চাই। কারণটা স্বাভাবিক, ক্রোয়েশিয়া দুর্দান্ত একটি দল, তারা আর্জেন্টিনাকে যেভাবে হারিয়েছে তাতে তারা যে কোনো মুহূর্তের চেয়ে ভয়ঙ্কর।
এদিকে, পল পগবার মতো তার সতীর্থ মিডফিল্ডার কোরেনটিন তোলিসো জানিয়েছেন, ওই গ্রুপে বিপদজনক দল ক্রোয়েশিয়া। প্রথম থেকেই তারা নিজেদের গ্রুপে প্রভাব বিস্তার করছে। তাদের এড়াতে আমরা সম্ভাব্য সব কিছুই করবো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যেতে চাই। তাতে ক্রোয়েশিয়াকে এড়ানো সম্ভব। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলে আর আর্জেন্টিনা পরের রাউন্ডে উঠলে সে ম্যাচটি খুব একটা সমস্যা হবে না বলে মনে করি।
বায়ার্ন মিউনিখের এই তারকা আরও যোগ করেন, আমরা জানি আর্জেন্টিনা ভালো দল। বিশেষ করে তাদের মেসির মতো সেরা তারকা আছে। মেসি যে কোনো মুহূর্তেই ম্যাচেও পরিস্থিতি বদলে দিতে পারে।
আর পগবার মতে, আমরা কিন্তু বড় দল হিসেবে এবার পার্টি করতে আসিনি, ম্যাচ জিততেই এসেছি। আমাদের দারুণ সব খেলোয়াড় আছে, যারা নকআউট পর্বে অসাধারণ কিছু করার অপেক্ষায় আছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ পেলে সেটা মন্দ হবে না। এটাও জানি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি সহজও হবে না। বিশ্বকাপে কোনো দলই ছোটো নয়, তারা খারাপ খেলোয়াড় নিয়ে আসেনি। শিরোপা জেতার পথটি এখনও অনেক দূর, আমরা সেই পথে যেতে লড়াই করছি।
সারাবাংলা/এমআরপি