Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সন্দেহভাজন’ আউট নিয়ে তদন্ত করবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৫ ১৮:৩১ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০০:০৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ‘সন্দেহভাজন’ আউট নিয়ে তুলকালাম চলছে দেশের ক্রিকেটে। গতকাল গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচে ব্যাটারের বিরুদ্ধে ইচ্ছাকৃত আউট হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি আমলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিষয়টি তদন্ত করবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আজ বৃহস্প্রতিবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিবি নতুন করে খেলার সততা ও নৈতিকতার মানদণ্ড, সবকিছুর ওপরে রাখার প্রতিশ্রুতির কথা জানাচ্ছে। কোনো ধরনের দুর্নীতি ও খেলার স্পিরিটকে ক্ষুণ্ন করে, এমন কোনো ঘটনার বিষয়ে জিরো টলারেন্স নীতি আছে বিসিবির।’

বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, ‘বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট ও লিগের টেকনিক্যাল কমিটি একটি তদন্ত শুরু করেছে ম্যাচে কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখতে। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে খেলায় সততা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে বিসিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিকে জয়ের জন্য ৬ রান দরকার ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাবে, হাতে তখন ১ উইকেট। এরপর শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে আউট হয়েছেন সেটা দেখে ‘সন্দেহ’ জাগছে সকলেরই।

ব্যাটার মিনহাজুলকে এগিয়ে আসতে দেখে শাইনপুকুরের বোলার নাঈম ইসলাম ওয়াইড বল করেছিলেন। কিন্তু এগিয়ে আসা মিনহাজুল বল খেলার যেন তেমন চেষ্টাই করলেন না! বল উইকিপারের কাছে গেলেও ক্রিজে ব্যাট রাখার যথেষ্ট সময় পেয়েছিলেন গুলশান ক্রিকেট ক্লাবের এই উইকেটরক্ষক ব্যাটার। প্রথম সুযোগে স্ট্যাম্প ভাঙতে পারেননি কিপার। পরের চেষ্টায় গিয়ে স্ট্যাম্প ভেঙেছেন। তাতে ক্রিজে ফেরার যথেষ্ট সময় পেয়েছেন ব্যাটার। কিন্তু অদ্ভূতভাবে কেন জানি ক্রিজে বসে গেলেন ব্যাটার! ব্যাট ক্রিজে নিয়েও আবার যেন সরিয়ে নিলেন!

বিজ্ঞাপন

এমন সন্দেহজনক আউটে ম্যাচে জিতেছে গুলশান ক্রিকেট ক্লাব। তাতে ডিপিএলের সুপার লিগ নিশ্চিত হয়েছে দলটির। অপর দিকে শাইনপুকুর আছে পয়েন্ট টেবিলের সবার শেষেই।

ডিপিএলে এমন আউট দেখে হতভম্ব অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এন অদ্ভূত আউটের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ছি!’। সিনিয়র ক্রিকেটার শামসুর রহমান লিখেছেন, ‘সিরিয়াসলি শেইম।’

সারাবাংলা/এসএইচএস

ডিপিএল বিসিবি

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর