এবার ব্যাট হাতে জ্বলে উঠলেন নাসির
১০ এপ্রিল ২০২৫ ১৯:২৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:৫৪
আইসিসির নিষেধাজ্ঞার কারণে প্রায় দেড় বছর ক্রিকেটের বাইরে ছিলেন নাসির হোসেন। নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) দিয়ে ক্রিকেটে ফিরেছেন নাসির। ফেরার ম্যাচে দারুণ বোলিং করেছিলেন। দুদিন বাদে আজ ব্যাট হাতের রান পেলেন এক সময়কার জাতীয় দলের এই অপরিহার্য সদস্য।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে এবার ডিপিএল খেলছেন নাসির। গতকাল ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অবশ্য ৫ উইকেটে হেরেছে রূপগঞ্জ। তবে নাসির ব্যাট হাতে ছিলেন সফল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮০ রান তুলেছিল রূপগঞ্জ। নাসির হোসেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন। ৮৪ বলে ৮টি চার ৩টি ছয়ে এই রান করেন নাসির। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেছেন আসাদুল্লাহ আল গালিব।
পরে জবাব দিতে নেমে নুরুল হাসান সোহানের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। সোহান ৯৫ বলে ৯টি চার ২টি ছয়ে ৯৭ রান করে আউট হয়েছেন। ৫৫ রান করেছেন ইয়াছির আলী।
লিগের অপর ম্যাচে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক এনামুল হক বিজয় (৯০ বলে ৭৮ রান), সাব্বির হোসেন (৬৫ বলে ৬৪ রান) ও রুয়েল মিয়ার (৫৩ বলে ৫৩ রান) তিন ফিফটিতে ৩০২ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। পরে ১৩২ রানেই গুটিয়ে গেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
অপর ম্যাচে সৌম্য সরকারের ৭৯ বলে ৮০ ও মাহমুদুল হাসান জয়ের ৫৫ বলে ৫৯ রানের কল্যাণে ২৭৭ রান তোলে আগে ব্যাটিং করতে নামা লিজেন্ডস অব রূপগঞ্জ। পরে বৃষ্টি আইনে ১০ রানের জয় পেয়েছে রূপগঞ্জ। ব্রাদার্স ইউনিয়ন ৪৮.৩ ওভারে ৯ উইকেটে ২৬০ রান তোলার পর বৃষ্টি হানা দেয়। পরে বৃষ্টি আইনে জয় পেয়েছে রূপগঞ্জ। ব্রাদার্সের হয়ে মাহফুজুল আলম ৭৬ ও অধিনায়ক মাইশুকুর রহান ৪৬ রান করেছেন। রূপগঞ্জের হয়ে একাই ৬ উইকেট নিয়েছেন পেসার শরিফুল ইসলাম।
সারাবাংলা/এসএইচএস