Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুততম সেঞ্চুরির কথা মাথায় ছিল না জ্যোতির

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ১৫:৪৪

নিগার সুলতানা জ্যোতি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি থাকলেও ওয়ানডেতে একটা সেঞ্চুরির জন্য নিগার সুলতানা জ্যোতির অপেক্ষাটা দীর্ঘদিনের। গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগ পর্যন্ত ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৭৩ রানের। নয়বার পঞ্চাশ পেরোলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা আর ছুঁয়ে দেখা হয়নি তার। অবশেষে সেই অপেক্ষা ঘুচল বিশ্বকাপ থাইল্যান্ডের বিপক্ষে। লাহোরে নিজের প্রথম সেঞ্চুরি ছুঁলেন ৭৮ বলে, তাও বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে।

বিজ্ঞাপন

১৫ চার ও এক ছক্কায় তার দুর্দান্ত এই সেঞ্চুরিতে বাংলাদেশ পায় নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ২৭১/৩ রানের দলীয় সংগ্রহ এবং ম্যাচও জিতেছে রেকর্ড ১৭৮ রানের ব্যবধানে। পাঁচটি করে উইকেট নিয়ে থাইল্যান্ডকে মাত্র ৯৩ রানে গুটিয়ে দেন দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। রেকর্ডময় এক দিন কাটিয়ে নিজের প্রথম সেঞ্চুরির উচ্ছ্বাসও অধিনায়ক জ্যোতি প্রকাশ করলেন সেভাবেই। জানালেন, ব্যাটিংয়ের সময় দ্রুততম সেঞ্চুরির কথা তার মাথায় ছিল না। ভাবনায় ছিল দলের স্কোরটা যেন আরও একটু বাড়িয়ে নেয়া যায়।

বিজ্ঞাপন

বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ভিডিওতে জ্যোতি জানান, জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করতে পেরে তারা খুশি। এই ডানহাতি ব্যাটার বলেন, ‘ আলহামদুলিল্লাহ টুর্নামেন্টের প্রথম জয়। দলের জন্য কনট্রিবিউট করতে পেরে, অনেক ভালো লাগতেছে। প্রথমে সেঞ্চুরি করার পর এভাবে মাথায় ছিল না যে দ্রুততম সেঞ্চুরি হয়েছে বা অন্য কিছু। টার্গেট ছিল দলের রান যেন ২৫০ প্লাস হয়।’

অবশ্য ব্যাটিংয়ে যাওয়ার আগেই দ্রুত রান তোলার পরিকল্পনা করেছিলেন জ্যোতি, ‘পিংকি এবং সুপ্তা আপু যখন ব্যাটিং করতেছিল মনে হচ্ছিল যখন আমি যাব তখন ভালো একটা স্ট্রাইকরেটে দ্রুত রান তুলব। পরবর্তীতে দলের ব্যাটার যারা যাবে তারাও যেন ২৫০ টার্গেট নিয়ে ব্যাট করতে পারে। আলহামদুলিল্লাহ সুযোগ ছিল সেটা করতে পেরেছি। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।’

বাছাইপর্বে বাংলাদেশ-সহ মোট ছয় দল খেলছে। আগামী ১৩ এপ্রিল নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

সারাবাংলা/জেটি

নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর