ঢাকা ডার্বিতে আবাহনী-মোহামেডান লড়াই শনিবার
১১ এপ্রিল ২০২৫ ১৬:১১
সময়ের সাথে সাথে কম এসেছে ঝাঁজ, মিইয়ে এসেছে উত্তাপ। তবে ঢাকা ডার্বি খ্যাত আবাহনী-মোহামেডানের লড়াইয়ের আবেদন কিছুটা হলেও টিকে আছে এখনও। সেটা অবশ্য ইতিহাসের কল্যাণেই। আশার খবর, দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহও আছে।
আগামীকাল এবারের (শনিবার) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ১১তম রাউন্ডে মাঠে গড়াচ্ছে ঢাকা ডার্বি। সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান।
ঢাকা ডার্বির আগে পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে আবাহনী। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা ৯ জয়ে বুঝিয়ে দিয়েছে কেন বাকি সবার চেয়ে আলাদা তারা। ১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে ক্লাবটি। মোহামেডান আছে দ্বিতীয় অবস্থানে। আবাহনীর সমান ১০ ম্যাচ খেলে ৮টিতে জিতেছে তারা, পয়েন্ট ১৬। হেরেছে দুটিতে।
দুই দলের সামগ্রিক পারফরম্যান্সের আলোকে বলা চলে, ডিপিএলের শিরোপা নির্ধারণের যাত্রায় ঢাকা ডার্বি হতে পারে এক্স ফ্যাক্টর। এর সাথে দুই দলেই জাতীয় দলের বেশিরভাগ তারকা খেলছেন। কাজেই মাঠের খেলাতেও এর ছাপ পড়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে।
অবশ্য এই ম্যাচের জন্য দুই দলই আলাদা করে বিসিবিতে চিঠি দিয়েছিল জাতীয় দলের ক্রিকেটারদের রেখে দেয়ার জন্য। কারণআসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্পও শুরু হচ্ছে আগামী ১২ এপ্রিল। তবে জানা গেছে, এই ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা উড়াল দেবেন সিলেটের পথে জাতীয় দলের ক্যাম্পে।
আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল। সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল।
সারাবাংলা/জেটি
আবাহনী ডিপিএল ডিপিএল ২০২৫ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মোহামেডান