লিভারপুলে আরও ২ বছর থাকছেন সালাহ
১১ এপ্রিল ২০২৫ ১৬:৫১
ইংলিশ ফুটবলের চলতি মৌসুমের গ্রীষ্ম পর্যন্ত লিভারপুলের সাথে চুক্তি ছিল মোহামেদ সালাহর। গত কয়েক মাস ধরেই তাই আলোচনায় ছিল ইংলিশ ক্লাবটিতে এই মিশরীয় সুপারস্টাররের ভবিষ্যত নিয়ে। যেহেতু চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তাতেই ছিলেন তিনি। অবশেষে আজ আনুষ্ঠানিক ঘোষণায় লিভারপুল জানিয়েছে, আরও ২ বছর এনফিল্ডেই থাকছেন সালাহ। ২০২৭ সাল পর্যন্ত সালাহর সাথে চুক্তি নবায়ন করেছ অলরেডরা।
সালাহর চুক্তি নবায়নের ঘোষণাটা বেশ আড়ম্বরেই করেছে লিভারপুল। ফেসবুক-এক্স-ইন্সটাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দারুণ একটা ভিডিও পোস্ট করেছে ক্লাবটি। সেখানে দেখা যায় স্টেডিয়ামের গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন সালাহ। মাঝখানে তার জন্য লাল গালিচার ওপর সাজিয়ে রাখা রাজসিক এক আসন। ক্লাবের জার্সি গায়ে হেঁটে এসে সেই আসনে বসেছেন সালাহ।
মিশরীয় ফরোয়ার্ড সালাহও চাচ্ছিলেন লিভারপুলে আরও কটা দিন থেকে যেতে। কারণ এই ক্লাবের জার্সিতেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। চুক্তি নবায়নের পর সালাহ বলেন, ‘দারুণ একটা ব্যাপার। জীবনের সেরা সময়গুলো এখানে কেটেছে আমার। আটটা বছর খেলেছি এখানে, আশা করি সেটা দশ বছর হবে। এখানকার জীবন্ম, ফুটবল খুব উপভোগ করছি। ক্যারিয়ারের সেরা সময়টা কাটছে আমার।’
ভক্ত-সমর্থকদেরও আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সালাহ। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘সমর্থকদের বলতে চাই এখানে আমি খুবই ভালো আছি। এখানে এসেছিলাম এই ভেবে যে, অনেক ট্রফি জিততে পারব। আমাদের সমর্থন করতে থাকুন, নিজেদের সেরাটাই দেব। আশা করছি সামনে অনেক ট্রফি জিতব।’
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে আসেন সালাহ। এরপর আট মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ২৮১ ম্যাচ, গোল করেছেন ১৮২টি। সব মিলিয়ে লিভারপুলের তৃতীয় সর্বোচ্চ গোলের মালিক তিনি।
সারাবাংলা/জেটি