বাংলাদেশের জার্সিতে খেলতে রাজি কানাডার সামিত
১১ এপ্রিল ২০২৫ ১৭:০৪
বাংলাদেশের হয়ে খেলতে চান কিনা, এমন সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন বাংলাদেশী বংশোদ্ভুত কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। অবশেষে আজ (শুক্রবার) তিনি জানিয়ে দিলেন, হামজা চোধুরীর পথ ধরেই লাল-সবুজের জার্সি গায়ে খেলতে চান।
তার সবুজ সংকেতের অপেক্ষাতেই ছিল বাফুফে। জানা গেছে সামিতের সম্মতি পাওয়াতে আগামী রোববার থেকে পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করবে বাফুফে। সহ সভাপতি ফাহাদ করিম বলেছেন, সামিত তাদের জানিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। তাদের কাছে জানতে চেয়েছেন পাসপোর্ট তৈরির প্রক্রিয়ার সময়সীমা-সহ যাবতীয় বিষয়াদি।
আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই সামিতকে পাবার আশা করছে বাফুফে।কানাডায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা সামিতের মা-বাবাঁ দুজনই বাংলাদেশি হওয়াতে পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে বলে মনে করছে না বাফুফে। অবশ্য কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলে ফেলায় তাকে পেতে হবে ফিফা প্লেয়ার্স কমিটির অনুমোদন। এর সাথে ছাড়পত্র লাগবে কানাডা সকার অ্যাসোসিয়েশনেরও।
এর আগে কানাডার কাভালরি এফসির হয়ে খেলা সোম বাফুফের কাছে জানতে চান, জুনে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে, অনুশীলনের যাবতীয় সুবিধাদি কেমন; এসব নিয়ে। এই প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, ‘প্রাথমিকভাবে উনি কিছু তথ্য জানতে চেয়েছেন আমাদের কাছে। যেগুলো আমরা তাকে পাঠিয়ে দিয়েছি। এর বাইরে বল উনার কোর্টে। বন্ধুর মাধ্যমে উনি আমাদের জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি তার সিদ্ধান্ত জানাবেন। কোচ, ক্লাব এবং পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানাবেন।’
সারাবাংলা/জেটি