কেন এক ম্যাচ নিষিদ্ধ হলেন তাওহিদ হৃদয়?
১২ এপ্রিল ২০২৫ ২০:২৯
আবাহনীর বিপক্ষে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন আম্পায়ারের সাথে অসদাচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের তাওহিদ হৃদয়। খেলতে পারবেন না আসন্ন সুপার লিগের প্রথম ম্যাচে।
আজ (শনিবার) মিরপুরে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাথে তর্কে জড়ান মোহামেডানের অধিনায়ক। হৃদয়ের এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল
ঘটনা আবাহনীর ইনিংসের অষ্টম ওভারের। তখন বল করতে আসেন এবাদত হোসেন। তার করা প্রথম বল মিস করেন মিঠুন, জোরালো আবেদন করেন সবাই। কিন্তু সাড়া দেননি আম্পায়ার তানভীর আহমেদ। টিভি রিপ্লেতে দেখা যায় ব্যাটের কানা ছুঁয়ে বল লেগেছে তার প্যাডে। এর আগে ক্ষোভে ফেটে পড়েন এবাদত। পিচের ওপর ছুঁড়ে মারেন নিজের রুমালটাও। আচরণ বিধির লেভেল ওয়ান পরিপন্থী কাজ করায় এবাদতকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার টাকা, সাথে দেয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্টও।
টিভি রিপ্লেতে পরিস্কার ইনসাইড এজের পরেও সিদ্ধান্ত মানতে পারেননি হৃদয়। মিড অন থেকে তর্ক করতে করতে সৈকতের দিকে এগিয়ে আসেন হৃদয়। জবাব দিতে দিতে আইসিসির এলিট প্যানেলভূক্ত প্রথম ও একমাত্র বাংলাদেশি সৈকতও এগিয়ে যান সামনে। দুই জনের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল, বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এরপর মেহেদী হাসান মিরাজ এসে শান্ত করেন হৃদয়কে। মুশফিকুর রহিম এসে সরিয়ে দেন সৈকতকে।
সারাবাংলা/জেটি
ডিপিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তাওহিদ হৃদয় মোহামেডান