Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভিন্ন চিত্র বিশ্বকে দেখাতে চায় মেসি’


২৫ জুন ২০১৮ ১৫:২১

।। স্পোর্টস ডেস্ক ।।

বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন মেসি। কিন্তু, আর্জেন্টিনার হয়ে অলিম্পিক ফুটবলের সোনা জয় ছাড়া আর কিছুই নেই পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর। রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতা আর সমালোচনায় বিদ্ধ আর্জেন্টাইন অধিনায়কের পাশে এসে দাঁড়িয়েছেন দেশটির সর্বোচ্চ ম্যাচ খেলা হাভিয়ের মাশ্চেরানো।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দলকে মেসি একাই তুলেছিলেন ফাইনালে। এরপর কোপা আমেরিকার পর পর দুই আসরে ফাইনালে তুলেছিলেন আর্জেন্টিনাকে। কোপা আমেরিকার শতবর্ষী আসরের পর অভিমানে জাতীয় দলকে বিদায়ই বলে দিয়েছিলেন তিনি। পরে আবারো ফিরেছেন আন্তর্জাতিক অঙ্গনে। বাছাইপর্বে ধুঁকতে থাকা আর্জেন্টিনাকে বিশ্বকাপে নিয়ে যেতে নিজেদের শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। কিন্তু বিশ্বকাপে এসে আইসল্যান্ডের বিপক্ষে মেসির পেনাল্টি মিসে জয় পাওয়া হয়নি গতবারের রানার্সআপদের। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তার দল হেরেছে ৩-০ গোলের বড় ব্যবধানে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় ভিন্ন কিছুই নেই মেসি অ্যান্ড কোংয়ের। হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে। মেসি অবশ্য বলে দিয়েছেন, বিশ্বকাপ না জিতে অবসরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তার। যদিও দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোর আগেই বিদায়ের শঙ্কায় রয়েছে জর্জ সাম্পাওলির দল।

মাশ্চেরানো তার দলপতির প্রসঙ্গে জানালেন, আর্জেন্টিনার দিকে চারপাশ থেকে যে সমালোচনা ধেয়ে আসছে, সেটি নিয়ে আমরা খুবই বিরক্ত। মেসি এমন পরিস্থিতিতেও শান্ত আছে। যদিও ফলাফল নিয়ে আমরা সবাই হতাশ। মেসি আমাদের সেরা খেলোয়াড়, কিন্তু সেও মানুষ। তারও ক্ষোভ-হতাশা রয়েছে। হয়তো দলীয়ভাবে বিষয়গুলো আমাদের পছন্দ মতো হচ্ছে না। আমাদের প্রত্যেকের নিজস্ব হতাশা আছে। লোকজনের কথাবার্তায় আমরা সত্যিই বিরক্ত। কিন্তু পরিস্থিতি পাল্টাতে মেসি মরিয়া। প্রথম দুই ম্যাচে আমরা যা দেখিয়েছি তার চেয়ে একটা ভিন্ন চিত্র সে বিশ্বকে দেখাতে চায়।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন মাশ্চেরানো আর সর্বোচ্চ গোল করেছেন মেসি। তারকা এই ডিফেন্ডার আরও জানান, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে যা হয়েছে, তার জন্য আমরাই দায়ী। আমরা সবাই আলোচনায় বসেছি। এই পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যায়, সেটি বের করার চেষ্টা করছি। আমরা আমাদের কাজটা ঠিকঠাকভাবে করার জন্য প্রস্তুত। এখন আমাদের সামনে সুযোগ এসেছে, সেটি কাজে লাগানোই হবে বুদ্ধিমানের কাজ। আমরা নক-আউটে পৌঁছাতে চাই। কিন্তু চারপাশের পরিবেশ আমাদের সহায়তা করছে না। তবে, আমরা এ রকম পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। আমরা একটা উপায় বের করবই।

আগামী মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলে হয়তো শেষ ষোলোয় পা রাখতে পারবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেজন্য গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকেও তাকাতে হবে আর্জেন্টিনার। ২৬ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ট পিটার্সবুর্গে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে রস্তোভ-অন-ডনে খেলবে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর