৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান
১২ এপ্রিল ২০২৫ ২২:২৪
দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডান লড়াই মানেই একটা বাড়তি উন্মাদনা। যুগের পর যুগ ধরে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাবের দ্বৈরথ বাড়তি রোমাঞ্চ ছড়িয়েছে। তবে ক্রিকেটে গত কয়েক বছর ধরে দুই দলের লড়াই ছিল অনেকটা একপেশে। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। ডিপিএলে গত ৯ বছর আবাহনীকে হারাতে পারেনি মোহামেডান, ম্যাচের হিসেবে টানা ১১ ম্যাচ। সেই বান্ধত্বটা আজ ঘুচল।
দীর্ঘদিন পর আজ আবাহনীকে হারিয়েছে মোহামেডান। ডিপিএলের হাইভোল্টেজ ম্যাচে আবাহনীর বিপক্ষে আজ ৩৯ রানের জয় পেয়েছে মোহামেডান। ২০১৬ সালের পর এই প্রথম আবাহনীকে হারাতে পারল মোহামেডান।
এই জয়ে ডিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসল মোহামেডান। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্রথম পর্বটা শেষ করা নিশ্চিত হলো মোহামেডানের।
অসুস্থতার কারণে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল খেলতে পারছেন না। তার বদলে মোহামেডানের হয়ে আজ ওপেনিং করতে নেমেছিলেন আনিসুল ইসলাম। এই আনিসুলই আজ ম্যাচের নায়ক। ১১৮ বল খেলে ১১৪ রান করা আনিসুল ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন।
আনিসুলের সেঞ্চুরিতে ৪৮.২ ওভারে ২৬৪ রানে গুটিয়ে গিয়েছিল আগে ব্যাটিং করতে নামা মোহামেডান। অপর ওপেনার রনি তালুকদার (১৬) সুবিধা করতে না পারলেও দ্বিতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে দারুণ এক জুটি গড়েন আনিসুল। দুজন দ্বিতীয় উইকেটে তুলেছেন ১২৩ রান। মাহিদুল অঙ্কন ৪৮ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
বড় ম্যাচে অবদান রাখতে পারেননি মুশফিকুর রহিম (২০), মাহমুদউল্লাহ রিয়াদ (১৭)। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ও আজ ব্যর্থ (৩)। আনিসুরের ইনিংসটাই টেনেছে মোহামেডানকে। ১১৮ বলে ১১৪ রান করার পথে চার মেরেছেন ১৮টি, ছক্কা ২টি। আবাহনীর হয়ে ৩ উইকেট নিয়েছেন নাহিদ রানা।
পরে জবাব দিতে নেমে ইবাদত হোসেনের দারুণ বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আবাহনী। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (১৬) ও জিসান আলমের (২) ব্যর্থতার পর হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর ১১৩ বলে ৮০ রানের ইনিংসটি ম্যাচে ধরে রেখেছিল আবাহনীকে।
দলীয় ১৯০ রানের মাথায় সেই শান্ত ফিরলে আর দাঁড়াতে পারনি আবাহনী। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন মুমিনুল হক। মোসাদ্দেক হোসেন সৈকত, মৃত্যুঞ্জয় চৌধুরী দুজনেই করেছেন ২৪ রান করে। মোহামেডানের পক্ষে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ২ উইকেট।
লিগে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আগে বোলিং করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২০৩ রানেই গুটিয়ে দিয়ে পরে ৫ উইকেটের জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। ক্লাবটির তরুণ ওপেনার আজিজুল হাকিম তামিম ১০৬ বলে ১০৫ বলের ঝকঝকে একটা ইনিংস খেলেছেন। তামিম চার হাঁকিয়েছেন ১০টি, ছক্কা ৩টি।
অপর ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে সেঞ্চুরি করেছেন আবদুল মাজিদ। মাজিদের ১৩২ বলে ৬ চার ২ ছয়ে ১০২ রানের ইনিংসের কল্যাণে ২৫০ রান তুলেছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। পরে শাইনপুকুর ক্রিকেট ক্লাব গুটিয়ে গেছে ২২২ রানে।
সারাবাংলা/এসএইচএস