Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কী লেখা ছিল অভিষেকের পকেটে থাকা চিরকুটে?

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫ ১৬:০৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৬:১৩

সেঞ্চুরির পর অভিষেকের উদযাপন

এবারের আইপিএলের শুরুটা ঠিক নিজের মতো করতে পারেননি অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে করেছেন ২৪ রান। পরের তিন ম্যাচে আউট হয়েছেন সিংগেল ডিজিটে। পঞ্চম ম্যাচে এসেছে ১৮ রান। তবে সেরাটা জমিয়ে রেখেছিলেন গতকাল পাঞ্জাব কিংসের জন্য। ৫৫ বলে ১৪ চার ও ১০ ছক্কায় খেলেছেন ১৪১ রানের রেকর্ড এক ইনিংস। তার এই বিধ্বংসী ইনিংসে হায়দরাবাদও গড়েছে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

বিজ্ঞাপন

আইপিএলে ৪০ বলে নিজের প্রথম সেঞ্চুরিটা ছুঁয়ে অভিষেক করলেন মনে রাখার মতো এক উদযাপনও। যুজভেন্দ্র চাহালের বলে একটা সিংগেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করে হেলমেট খুলে অভিষেক পকেট থেকে বের করেন একটা চিরকুট। যেখানে লেখা ছিল, ‘দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি’। অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকদের দুর্দান্ত এই সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন অভিষেক।

অভিষেকের পকেটে থাকা চিরকুট

 

 

 

 

 

 

 

অভিষেকের ১৪১ রানের এই ইনিংসটি আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। অভিষেক ভেঙেছেন লোকেশ রাহুলের করা ১৩২ রানের রেকর্ড। সব মিলিয়ে সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় অভিষেক আছেন তৃতীয় স্থানে। তার উপরে আছেন ব্রেন্ডন ম্যাককালাম, তার ছিল ১৫৮ রানের অপরাজিত ইনিংস। ক্রিস গেইলের করা ১৭৫ রানের অপরাজিত ইনিংসটি এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ।

অভিষেকের টর্নেডো ইনিংসে ৯ বল হাতে রেখেই ৮ উইকেটে ম্যাচ জিতেছে হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের ৮২ ও মার্কাস স্টয়নিসের ১১ বলে ৩৪* রানের ক্যামিওতে ২০ ওভারে ৬ উইকেটে ২৪৫ রান তোলে পাঞ্জাব। জবাবে ট্রাভিস হেডের ৬৬ ও অভিষেকের ১৪১ রানের ইনিংসে মৌসুমের নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে প্যাট কামিন্সের দল।

সারাবাংলা/জেটি

অভিষেক শর্মা আইপিএল আইপিএল ২০২৫ পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দরাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর