Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ বল উপহার পেলেন হ্যারি কেইন


২৫ জুন ২০১৮ ১৮:০৭ | আপডেট: ২৫ জুন ২০১৮ ১৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল, আর দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে হ্যাটট্রিক করে ইংল্যান্ড দলকে জয় এনে দিয়েছেন হ্যারি কেইন। দুই ম্যাচে ৫ গোল করে আছেন সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে। পানামার বিপক্ষে তার হ্যাটট্রিকে ৬-১ গোলের দারুণ জয়ের পর ম্যাচ বলটিতে সাইন করে কেইনকে উপহার দিল সতীর্থরা।

এবারের আসরে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষেই আছেন ইংল্যান্ড অধিনায়ক কেইন। ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই দলকে দারুণ আশা জাগিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ জয়ে গোলের পাশাপাশি দলকেও সংঘবদ্ধ করেছেন ইংলিশ এই ফরোয়ার্ড। ১৯৬৬ সালের পর এবারই তাকে নিয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের আশা দেখছে ইংলিশরা।

বিজ্ঞাপন

পানামার বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের ৩০তম ম্যাচে কেইন হ্যাটট্রিক করেন কেইন। যা বিশ্বকাপের ইতিহাসে ৫২তম আর ইংলিশদের ফুটবল ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিক। পানামার বিপক্ষে ৬-১ গোলের জয়টাই বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সবচেয়ে ব্যবধানের ম্যাচ জয়।

বৃহস্পতিবার (২৮ জুন) কালিনিনগ্রাদ স্টেডিয়ামে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড। ম্যাচের প্রস্তুতি নিতে নিজেদের বেজ ক্যাম্প সেন্ট পিটার্সবার্গে ফিরে গেছে ইংলিশ টিম। পানামার বিপক্ষে জয়ের পর বিমানবন্দরে সতীর্থদের সাইন করা একটি বল পোস্ট করেন সামাজিক যোগাযোগ ম্যাধ্যম টুইটারে। বিশ্বকাপে হ্যাটট্রিকের ম্যাচটি কেইনের জন্য স্মরণীয় করে রাখতেই ম্যাচ বলটি সাইন করে কেইনকে উপহার দিল সতীর্থরা।

কেইনের আগে এই বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের দ্বিতীয় ম্যাচেও একটি গোল করেন রিয়াল মাদ্রিদের তারকা। রোনালদোর গোল সংখ্যা এখন চারটি। বেলজিয়ামের রোমেলো লুকাকু নিজের প্রথম ম্যাচে দুটি আর দ্বিতীয় ম্যাচে দুটি গোল করে মোট চারটি গোলের দেখা পেয়েছেন।

 

সারাবাংলা/এসএন/এএম

 

পড়ুন: কেইন-জাদুতে ইংল্যান্ডের শেষ মুহূর্তের জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর