Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ ম্যাচেই পিএসএলে রিশাদের বাজিমাৎ!

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫ ১৯:৪৯

৬ উইকেট নিয়ে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ

বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে, কিন্ত বিসিবি থেকে ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি রিশাদ হোসেনের। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এই লেগ স্পিনারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আর প্রথমবার দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়েই বাজিমাৎ করেছেন রিশাদ। প্রথম ম্যাচে সাইড বেঞ্চে  বসে থাকলেও পরের ২ ম্যাচ খেলে পিএসএলের এবারের আসরে যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন বাংলাদেশের এই লেগি।

বিজ্ঞাপন

পিএসএল অভিষেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে নেন ৩ উইকেট। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে গুগলি মেরেও ছক্কা খেয়েছেন রাইলি রুশোর কাছে। কিন্তু পরের বলেই খাড়া সিমে দারুণ এক টপ স্পিনে উপড়ে ফেলেন রুশোর স্টাম্প।দ্বিতীয় উইকেটটাও নিয়েছেন বোল্ড করে। তার লেগস্পিনের টার্নে পরাস্ত হয়ে বোল্ড হন মোহাম্মদ আমির। সেই ওভারেই রিশাদের তৃতীয় শিকার আবরার আহমেদ। অফস্টাম্পের বাইরের বলে জায়গা বানিয়ে তুলে মারতে গিয়ে স্কয়ার লেগে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার।

বিজ্ঞাপন

দ্বিতীয় ম্যাচে লাহোরের প্রতিপক্ষ ছিল করাচি কিংস। আগের ম্যাচের দারুণ পারফরম্যান্স দিয়ে নিজের দ্বিতীয় ম্যাচেও একাদশে জায়গা পাকা করে ফেলেন রিশাদ। নিজের প্রথম ওভারে বল করতে এসেই করেন জোড়া আঘাত। করাচির শান মাসুদ রিভার্স সুইপ করতে যান রিশাদকে। জোরালো আবেদনের মুখে অনফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউয়ের পর দেখা যায় ব্যাটের কানা ছুঁয়ে গেছে রিশাদের বল। আউট হন শান। সেই ওভারের পঞ্চম বলে রিশাদের দ্বিতীয় শিকার হন ইরফান খান। এরপর আব্বাস আফ্রিদির উইকেট নিয়ে করাচিকে ঠেলে দেন হারের মুখে। রিশাদের বোলিং ফিগার এদিন আরও ভালো। ৪ ওভার বলে করে মাত্র ২৬ রানের খরচায় নেন ৩ উইকেট।

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের দুটো ম্যাচই জিতেছে করাচি। বল হাতে দারুণ পারফরম্যান্সের পর রিশাদের মাথায় উঠেছে পিএসএলের সর্বোচ্চ উইকেট শিকারির ক্যাপ।  রিশাদে মুগ্ধ হয়ে লাহোরের অন্যতম মালিক ও সিইও সামিন রানা তাকে ভাঙা ভাঙা বলেছেন, ‘রিশাদ আমি তোমাকে ভালোবাসি।’

সারাবাংলা/জেটি

পাকিস্তান সুপার লিগ পিএসএল রিশাদ হোসেন লাহোর কালান্দার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর