Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চূড়ান্ত হলো অলিম্পিকে ক্রিকেটের ভেন্যু

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫ ১৬:২৫

১২৮ বছর পর অলিম্পিকে থাকছে ক্রিকেট

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় অলিম্পিকে ১২৮ বছর পর যুক্ত হতে যাচ্ছে ক্রিকেট। নারী-পুরুষ দুই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে ৬টি করে দল। ক্রিকেটকে অন্তর্ভুক্তির অনুমতি দেয়ার পর গতকাল (বুধবার) ভেন্যুও চূড়ান্ত করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পোমোনার ফেয়ারগ্রাউন্ডসে অনুষ্ঠিত হবে ক্রিকেট ইভেন্টের সকল ম্যাচ।

ক্রিকেটের ভেন্যু চূড়ান্ত করায় অলিম্পিক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তিনি বলেন, ‘লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্ত করায় ও ভেন্যু চূড়ান্ত করায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

এর আগে গত ০৯ এপ্রিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী বোর্ড অনুমোদন দিয়েছে ছয় দলের এই ইভেন্টের। জানা গেছে, ক্রিকেট ইভেন্টের জন্য নারী-পুরুষ দুই ক্যাটাগরিতে ৯০ জন করে অ্যাথলেটকে অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রতি দলকে স্কোয়াড সাজাতে হবে ১৫ জন নিয়ে। যদিও জানা যায়নি কোন ৬ দল খেলবে অলিম্পিকে। ফরম্যাট হিসেবে টি-টোয়েন্টিকেই বাছাই করেছে অলিম্পিক কমিটি।

সর্বপ্রথম ও সর্বশেষ ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট দেখা গিয়েছিল। সেবার গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশ নিয়েছিল এই ইভেন্টে।দুই দিন ব্যাপী সেই ম্যাচে ফ্রান্সকে হারিয়ে জিতেছিল গ্রেট ব্রিটেন। এরপর আর অলিম্পিকে ক্রিকেট না হওয়াতে এই ইভেন্টে স্বর্ণ জেতা একমাত্র দল তারা।

অবশ্য অলিম্পিকে ক্রিকেট না হলেও এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো বড় ক্রীড়া আয়োজনে দেখা গেছে ক্রিকেট। নারী-পুরুষ উভয় দলই প্রতিদ্বন্দ্বিতা করেছে সেসবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

২০২৮ অলিম্পিক অলিম্পিক আইসিসি ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর