Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডান যাচ্ছেন আফঈদা-রিপারা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৭:০৬

নারীদের এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে চলতি বছরের জুনে মিয়ানমার যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে প্রস্তুতি সারতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার লক্ষ্য ছিল বাংলাদেশের। সেই লক্ষ্য পূরণ হচ্ছে বাংলাদেশের মেয়দের। মিয়ানমারে বাছাইপর্বে যাওয়ার আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

আজ (বৃহস্পতিবার) বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ নিশ্চিত করেছেন ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার বিষয়টি। আগামী মে মাসের শেষদিকে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয়টি ০৩ জুন।

বিজ্ঞাপন

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘জুন-জুলাইয়ের বাছাই সামনে রেখে আমরা ভালো দেশের সাথে খেলার আয়োজনের চেষ্টা করছিলাম। ব্যক্তিগত যোগাযোগ দিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়ার সাথে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজনের ব্যাপারে সম্মত হতে পেরেছি। ম্যাচগুলো হবে জর্ডানে। সেখানে দুইটা ম্যাচ খেলব আমরা। প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয়টি ৩ জুন। দল ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা দেবে।’

সাবিনা-মাসুরাসহ ১৮ সিনিয়র ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় তাদের ছাড়াই তুলনামূলক তরুণ দল নিয়ে আরব আমিরাত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। বাছাইপর্ব সামনে রেখে বেশিরভাগ এই অভিজ্ঞ ফুটবলারদের ছাড়াই চলছে প্রস্ততি ক্যাম্প। বিদ্রোহী ফুটবলারদের ১০ জন বর্তমানে ভুটানে অবস্থান করছে সেখানকার নারী ফুটবল লিগ খেলতে। জর্ডান সফরের দলে তারা থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে কির‍ণ বল ঠেলে দিলেন কোচ বাটলারের কোর্টে।

দল সাজানোর ব্যাপারটি বাটলারের ওপর ছেড়ে দিয়ে কিরণ বলেন, ‘কোচের সাথে এটা নিয়ে আলোচনা হয়নি। কোচের সিদ্ধান্ত, এখানে আমি হস্তক্ষেপ করব না। কোচ যেটা মনে করবেন, যেভাবে ইচ্ছা দল সাজাবেন, সেটা তিনি ঠিক করবেন। কোচের চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।’

বিজ্ঞাপন

ভুটানে খেলতে যাওয়া ফুটবলারদের সাথেও আলাদা করে কথা হয়েছে কিরণের। তিনি বলেন, ‘যারা ভুটান গেছে তাদের সাথেও আমার কথা হয়েছে। বিশেষ করে সাবিনার সাথেও কথা বলেছি ওদের যাওয়ার আগে। সে আমাকে বলেছে, পারো এফসির অনুশীলন সুবিধা ভালো। সেদিক থেকে ওরা অনুশীলনের মধ্যে থাকবে। ফিট থাকবে। একটা নির্দিষ্ট সময় পর যখন ওদের ডাকা হবে, তখন ওরা দলের সাথে যোগ দিবে।’

আগামী ২৬ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ান কাপে বাংলাদেশের বাছাইপর্ব। ‘সি’ গ্রুপে বাংলাদেশের আরও দুই সঙ্গী মিয়ানমার ও তুর্কমেনিস্তান।

সারাবাংলা/জেটি

আফঈদা খন্দকার বাফুফে বাংলাদেশ নারী ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর