Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে সবচেয়ে কম রান করে জেতার রেকর্ড কার?

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫ ১৮:২৬

১১১ রানের পুঁজি নিয়েও কলকাতাকে ১৬ রানে হারিয়েছে পাঞ্জাব

চার-ছক্কার বন্যায় আইপিএল হয়ে গেছে রানের উৎসব। প্রায় প্রতি ম্যাচেই দলীয় সংগ্রহ পেরিয়ে যাচ্ছে দুশো রানের ঘর। আবার আড়াইশো ছোঁয়া পুঁজি নিয়েও ম্যাচ হারতে দেখা গেছে অনেক দলকে। কিন্তু মারদাঙ্গা ক্রিকেটের এই যুগেও আইপিএলে দেখা গেছে কিছু লো স্কোরিং থ্রিলার। যেখানে কোনোমতে ১০০ পেরোনো পূঁজি নিয়েও জিতে গেছে কেউ কেউ।

এই তালিকার সর্বশেষ সংযোজন পাঞ্জাব কিংস। গত ১৫ এপ্রিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১১১ রানে অল আউট হয়েও ১৬ রানে ম্যাচ জিতে রেকর্ড গড়েছে পাঞ্জাব। আইপিএলে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতার রেকর্ড এখন শ্রেয়াস আইয়ারের দলের। 

বিজ্ঞাপন

এক নজরে দেখে নিন আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জেতা ম্যাচের রেকর্ড-

১১১

পাঞ্জাব কিংস-কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ২০২৫

আইপিএলের চলতি আসরে ২৪৫ রান করেও সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে হার এড়াতে পারেনি পাঞ্জাব। কিন্ত দুই দিনের ব্যবধানে ১১১ রান করেও ম্যাচ জিতল দলটা। ১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ রানে প্রথম দুই উইকেট হারায় কলকাতা। পরের উইকেট পড়ে দলীয় ৭২ রানে। কিন্তু পরের সাত উইকেট তারা হারায় মাত্র ২৩ রানের ব্যবধানে। যুজভেন্দ্র চাহাল একাই নেন চার উইকেট। সাথে আর্শদীপ সিং, মার্কো ইয়ানসেনের দারুণ বোলিংয়ে অল্পতেই গুটিয়ে যায় কলকাতা। পাঞ্জাব ম্যাচ জেতে ১৬ রানের ব্যবধানে।

১১৬

চেন্নাই সুপার কিংস-কিংস ইলেভেন পাঞ্জাব,  আইপিএল ২০০৯

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৯ সালের আইপিএলে মাত্র ১১৬ রান করেও ম্যাচ জিতেছিল চেন্নাই সুপার কিংস। মুত্তিয়া মুরালিধরনের স্পিন জাদুর সাথে সুরেশ রায়না-রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে পরাস্ত হয়ে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। ২৪ রানে জিতে যায় চেন্নাই।

বিজ্ঞাপন

১১৮

মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএল ২০১৮

২০১৮ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র ১৮.৪ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠ ওয়াংখেড়েতে ছোট লক্ষ্য তাড়ায় নেমে হায়দরাবাদের বোলারদের তোপের মুখে পড়ে মুম্বাই। সিদ্ধার্থ কৌলের পেস তোপের সাথে সাকিব আল হাসান, রশিদ খানদের স্পিন জাদুতে ৮৭ রানের বেশি তুলতে পারেনি মুম্বাই। লো স্কোরিং সেই ম্যাচ ৩১ রানে জিতে হায়দরাবাদ।

সারাবাংলা/জেটি

আইপিএল আইপিএল ২০২৫ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর