Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২০:৩১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২০:৪৩

বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন জয় নিয়ে মূল পর্বের কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ২২৭ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। পরে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল দাপুটে। তবে শেষ দিকে দারুণ একটা ইনিংস খেলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছেন শিনেলি হেনরি।

বিজ্ঞাপন

এই হারের পরও বাছাই পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে বাংলাদেশ। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে সবার উপরে নিগার সুলতানা জ্যোতির দল। সমান পয়েন্ট দুই নম্বরে থাকা পাকিস্তানেরও। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে বাংলাদেশ। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচ জিতলেই বাংলাদেশের বিশ্বকাপের টিকিট নিশ্চিত। হারলেও ভালো সুযোগ থাকবে টাইগ্রেসদের।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আগে ব্যাটিং করেছে বাংলাদেশ। আগের তিন ম্যাচের দুটিতেই আগে ব্যাটিং করেছে বাংলাদেশ। বড় স্কোরও গড়েছিল। তবে আজকের স্কোরটা খুব বড় হয়নি। আগের তিন ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সামনে থেকে নেতৃত্ব দেওয়া নিগার আজ পুরোপুরি ব্যর্থ। চারে নেমে ১০ বলে ৫ রান করে আউট হয়েছেন।

টপ অর্ডারে রান পেয়েছেন ওপেনার ফারজানা হক ও শারমিন আক্তার। দলীয় ১৬ রানের মাথায় সোবহানা মোস্তারি ফেরার পর দ্বিতীয় উইকেটে ১১৮ রান যোগ করেন দুজন। সেই সময় বাংলাদেশ বড় স্কোরের দিকেই এগুচ্ছিল। তবে এরপর মাত্র ৮ রানের ব্যবধানে এই দুজনের সঙ্গে নিগার সুলতানা জ্যোতিও ফিরলে অর্থাৎ ৮ রানের ব্যবধানে ৩ উইকেট পরে যাওয়াতে বড় ধাক্কা খায় বাংলাদেশ। পরে সেই ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

শেষ দিকে রাবেয়া খান ও নাহিদা আক্তার কার্যকরী দুটি ইনিংস খেলে বাংলাদেশকে দুইশ বিশের ওপারে নিয়েছেন। তিনে নেমে শারমিন আক্তার ৭৯ বল খেলে ১০টি চারের সাহায্যে ৬৭ রান করেন। ৭৮ বল খেলে ৪২ রান করেন ফারজানা। শেষ দিকে নাহিদা আক্তার ৩৯ বলে ২৫ ও রাবেয়া ২০ বলে ২৩ রান করেন।

পরে বোলিং করতে নেমে ৭৪ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। সেই সময় ক্যারিবিয়ানরা বড় চাপেই ছিল। চতুর্থ উইকেটে ৮০ বলে ৬৬ রানের একটা জুটি গড়ে সেই সময়টা কাটিয়েছেন স্টেফানি টেলর (৫১ বলে ৩৬) ও হেইলি ম্যাথুস (৪৫ বলে ৩৩)।

৭ রানের মধ্যে এই দুজন ফিরলে ভালো সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। তবে শেষ দিকে কার্যকারী একটা ইনিংস খেলে সেই সুযোগ কাজে লাগাতে দেননি শিনেলি হেনরি। ছয়ে নেমে ৪৮ বলে ৫১ রান তুলে ২৮ বল আগেই ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেছেন শিনেলি।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আজ ৬ বিভাগে বৃষ্টি হতে পারে
১৯ এপ্রিল ২০২৫ ০৯:০৩

আরো

সম্পর্কিত খবর