বৃষ্টির দিনে আবাহনীর জয়, মোহামেডানের হার
১৭ এপ্রিল ২০২৫ ২১:৪৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২১:৪৯
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার লিগের প্রথম দিনটা হলো বৃষ্টিময়। সুপার লিগের প্রথম দিনে আজ তিনটি ম্যাচ মাঠে গড়িয়েছে। তিনটিই বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর অবশ্য ম্যাচের ফলাফল হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী দারুণ এক জয় নিয়ে শিরোপার লড়াইয়ে একধাপ এগিয়ে গেছে। অপর দিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান হেরে শিরোপার দৌড় থেকে পিছিয়ে পরেছে। দিনে লিগের অপর ম্যাচে জিতেছে গুলশান ক্রিকেট ক্লাব।
সর্বশেষ ম্যাচে আবাহনীকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ উঠে বসেছিল মোহামেডান। সুপার লিগের প্রথম ম্যাচে এসেই আবার এগিয়ে গেল আবাহনী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ‘জোড়াতালি’র দল নিয়ে নেমেছিল মোহামেডান। তারকাদের নিয়ে দল গঠন করা মোহামেডানের তারকারা গেছে জাতীয় দলের ক্যাম্পে। তরুণ তাওহিদ হৃদয় নিষেধাজ্ঞার কবলে। দলে আছে ইনজুরি সমস্যাও।
সব নতুন ৮ ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজাতে হয়েছে মোহামেডানকে। ঐতিহ্যবাহী ক্লাবটির পারফরম্যান্সও ছিল তেমনই। আগে ব্যাট করতে নামা মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেটে ১১৭ রান তোলার পর বৃষ্টি নামে। প্রায় ৪ ঘণ্টা খেলা বন্ধ ছিল বৃষ্টির কারণে। বৃষ্টির পর আর ব্যাটিং করা হয়নি মোহামেডানের। পরে বৃষ্টি আইনে রূপগঞ্জের সামনে টার্গেট দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। ১ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে রূপগঞ্জ।
দিনের অপর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে আবাহনী। বিকেএসপিতে আগে ব্যাটিং করে অগ্রণী ব্যাংক ২৪.৪ ওভারে ১০৪ রান তোলার পর বৃষ্টি নামে। পরে অগ্রণী ব্যাংকের আর ব্যাটিংয়ে নামা হয়নি। বৃষ্টি আইনে আবাহনীর সামনে টার্গেট দাঁড়ায় ২২ ওভারে ১৫৭ রান। ১৯.২ ওভারেই ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে আবাহনী।
অপর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩ উইকেটে হেরেছে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপিতে ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে গাজী গ্রুপ ১১০ রান তোলার পর বৃষ্টি নামে। পরে বৃষ্টি আইনে গুলশানের সামনে টার্গেট দাঁড়ায় ২২ ওভারে ১৬২ রান। নাঈম ইসলামের ৩৩ বলে ৬ চার, ২ ছক্কায় ৫৬ রানের ইনিংসের কল্যাণে ৩ উইকেটের জয় পায় গুলশান।
সারাবাংলা/এসএইচএস