বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের সর্বনিম্ন টিকিট মূল্য ৫০
১৭ এপ্রিল ২০২৫ ২২:০১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২২:০২
বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটির টিকিট মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন টিকিট মূল্য ৫০ টাকা, আর সর্বোচ্চ ৫০০ টাকা।
বৃস্পতিবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে টিকিট মূল্য জানিয়েছে বিসিবি। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। টিকিট পাওয়া যাবে আগামীকার ১৮ এপ্রিল থেকে।
স্টেডিয়ামের পশ্চিম গ্যালারির শহীদ তুরাব স্ট্যান্ড, গ্রিন হিল এরিয়া এবং পূর্ব গ্যালারির ৩ নম্বর গেইটের টিকিটের দাম রাখা হয়েছে ৫০ টাকা করে। পূর্ব গ্যালারির ২ নম্বর গেইটের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০ টাকা। শহীদ আবু সাঈদ গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম ২৫০ টাকা করে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কাটতে খরচ করতে হবে ৫০০ টাকা।
১৮ এপ্রিল থেকে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে স্টেডিয়ামের কাউন্টার থেকেও টিকিট কাটতে পারবেন সাধারণ মানুষরা।
বাংলাদেশের প্রথ টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।
সারাবাংলা/এসএইচএস