Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের সুযোগ সুবিধা স্বপ্নের মতো: সিমন্স

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৬:৪৬

সংবাদ সম্মেলনে ফিল সিমন্স। ফাইল ছবি।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দলই এখন অবস্থান করছে সিলেটে। আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এর আগে সেখানেই পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে দুই দল। আর সিলেটের অনুশীলনের যাবতীয় সুবিধা নিয়ে বেশ সন্তুষ্ট বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স।

টেস্ট স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই দলের সাথে যোগ দেয়ার আগে ব্যস্ত ছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। ১৪ এপ্রিল শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে টেস্ট খেলেছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে। চার মাসের ব্যবধানে আবারও লাল বলের ক্রিকেটে ফিরছেন মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরা।

বিজ্ঞাপন

সিলেটে প্রস্তুতি বেশ ভালোভাবেই সারছে বাংলাদেশ, এ নিয়ে বেশ তৃপ্তি ঝরল সিমন্সের কন্ঠে। বাংলাদেশের হেড কোচ বলেন, ‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিজ আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই।’

সিলেটে প্রথম টেস্ট খেলে, দ্বিতীয় টেস্টের জন্য চট্টগ্রামে পৌঁছাবে দুই দল। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সারাবাংলা/জেটি

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর ফিল সিমন্স বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর