Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ধোনির দলে ‘বেবি এবি’

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫ ১৬:৫০

ডেওয়াল্ড ব্রেভিস

ব্যাটিং স্টাইল, স্টান্স, গার্ড, এমনকি শট খেলার পর ফলো থ্রুতে ব্যাট ধরে রাখাটাও এবি ডি ভিলিয়ার্সের মতো হুবহু। জাতীয়তাতেও দক্ষিণ আফ্রিকান। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের মতো ব্যাট করে নজর কাড়েন ডেওয়াল্ড ব্রেভিস। সে বছরই মুম্বাই ইন্ডিয়ান্স দলে নেয় ‘বেবি এবি’ খ্যাত এই তরুণ ব্যাটার। এবার অবশ্য নিলামে অবিক্রিত থেকে যান তিনি। তবে চেন্নাই সুপার কিংসের পেসার গুরজাপনিত সিংয়ের ইনজুরিতে কপাল খুলল তার।

বিজ্ঞাপন

চোটে পড়ে পুরো মৌসুমের জন্য আইপিএল থেকে ছিটকে গেছেন গুরজাপনিত। তার বদলি হিসেবে ২ কোটি ২০ লাখ রুপিতে ব্রেভিসকে নিয়েছে চেন্নাই। যদিও তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। গতকাল রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে ব্রেভিসকে দলে ভেড়ানোর খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সব মিলিয়ে ৮১টি টি-টোয়েন্টিতে ১৭৮৭ রান করেছেন ব্রেভিস। আর আইপিএলে দুই মৌসুম মিলিয়ে খেলেছেন ১০ ম্যাচ। ২০২২ ও ২০২৪ সালের মৌসুমে খেলেছেন এই ডানহাতি ব্যাটার। অবশ্য মুম্বাই কেপ টাউনের হয়ে এসএ টোয়েন্টিতেও খেলেছেন তিনি, শিরোপা জেতানো ফাইনালে ১৮ বলে ৩৮ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। সব মিলিয়ে সেই আসর শেষ করেন ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে।

সারাবাংলা/জেটি

আইপিএল আইপিএল ২০২৫ চেন্নাই সুপার কিংস ডেওয়াল্ড ব্রেভিস মহেন্দ্র সিং ধোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর