বাংলাদেশের পালাবদলের সিরিজে বৃষ্টির শঙ্কা
১৯ এপ্রিল ২০২৫ ১৮:১৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২০:৩৭
পাঁচ বছর পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। আগামীকাল সিলেটে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই চার মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। দলে ফিরেছেন অধিনাইয়ক নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে দলের সবচেয়ে নাম মুশফিকুর রহিম, সম্প্রতি যিনি অবসর নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে।
দলে নেই বাকি চার সিনিয়রের কেউ। মাশরাফি বিন মুর্তজার টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গেছে প্রায় এক যুগ আগে, সাকিব আল হাসানও ব্রাত্য হয়ে পড়েছেন রাজনৈতিক ইস্যুতে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদও ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের। বলা চলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পালাবদলের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল থেকে। শক্তি আরেকটু কমেছে লিটন দাস ও তাসকিন আহমেদের চোটে। যদিও পাকিস্তান সুপার লিগে খেলার জন্য এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন লিটন, কিন্তু আঙুলে চোট পাওয়াতে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটার।
এর সাথে শঙ্কার ব্যাপার, এই টেস্টের পাঁচ দিন জুড়েই আছে বৃষ্টির সম্ভাবনা। সিলেটের মাঠের ড্রেনেজ সিস্টেমের জন্যও অপেক্ষা করছে চ্যালেঞ্জ।
সিলেটে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হবে আদর্শ কম্বিনেশন খুঁজে পাওয়া। স্কোয়াডে মুশফিকসহ উইকেট কিপার আছেন মোট তিন জন। যদিও কিপিং গ্লাভস মাহিদুল ইসলাম অংকনের হাতেই দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। ওদিকে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের টেস্ট রেকর্ডটাও দারুণ, তাদের বিপক্ষে শেষ তিন ম্যাচে দুটি ডাবল সেঞ্চুরি আছে এই ডানহাতি ব্যাটারের। আরেক উইকেটকিপার জাকের আলী অনিকও একাদশে থাকার দাবিদার। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে টপ অর্ডারের ব্যর্থতায় ব্যতিক্রম ছিলেন কেবল তিনিই। এর সাথে শান্তর ছন্দে ফেরাটাও দলের জন্য জরুরি।
জিম্বাবুয়ে এই সফরে এসেছে পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে। ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নুয়াচিকে নিয়ে তাদের পেস আক্রমণও বেশ সমৃদ্ধ। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক শন উইলিয়ামস। এর সাথে ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল ও বেন কারান আছেন ব্যাটিং অর্ডারে। এর সাথে ওয়েসলে মাধেভেরেও ব্যাটে-বলে অবদান রাখতে পারেন।
তবে সব ছাপিয়ে লড়াইটা জমে উঠতে পারে দুই দীর্ঘদেহী এক্সপ্রেস পেসার নাহিদ রানা ও ব্লেসিং মুজারাবানির মধ্যে। এই দুজনকে নিয়ে ইতোমধ্যে দুই দলের অধিনায়কের কথার লড়াইও জমে উঠেছে বেশ। সিলেটের উইকেট ও কন্ডিশন পেস সহায়ক হবারই সম্ভাবনা আছে বেশি। সেক্ষেত্রে দুই পেসারই হয়ে উঠতে পারেন এক্স ফ্যাক্টর।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ/তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা
জিম্বাবুয়ে: বেন কারান, নিক ওয়েলচ, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়াস, ওয়েসলে মাধেভেরে, জোনাথান ক্যাম্পবেল, তাফাদজওয়া সিগা, ওয়েলিংটন মাসাকাজদা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ট্রেভর গোয়ান্ডূ/ভিক্টর নুয়াচি
সারাবাংলা/জেটি
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর টেস্ট সিরিজ নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা মুশফিকুর রহিম