Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ে অধিনায়কের কথার জবাবে শান্ত— মাঠেই দেখা যাবে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ২৩:৩৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২৩:৩৮

বাংলাদেশের আরেকটি সিরিজ শুরুর আগে আবারও আলোচনায় নাহিদ রানা। ঘণ্টায় নিয়মিত ১৫০ কিলোমিটারের আশেপাশে বোলিং করতে পারার কারণে অভিষেকের পর থেকেই আলোচনায় বাংলাদেশের পেসার। তাকে নিয়ে চর্চা হয়েছে অনেক। জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস নাহিদকে নিয়ে আলোচনাটা উষ্কে দিয়েছেন অন্যভাবে।

ঘণ্টায় ১৫০ কিলোমিটারের আশেপাশে গতিতে বোলিং করতে থাকা নাহিদকে কিভাবে সামলাবে জিম্বাবুয়ে? এমন প্রশ্নে জিম্বাবুয়ে অধিনায়ক বলেছেন, বোলিং মেশিনে এরচেয়েও বেশি জোরে গতিতে বল খেলেন ব্যাটাররা। আর বিশ্বে অনেক বোলারই আছে জোরে বোলিং করতে পারেন, অতএব নাহিদকে নিয়ে আলাদা করে ভাবছে না তারা, এমন কথা বলেছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক। এদিকে, এই কথার জবাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, কী হবে মাঠেই দেখা যাবে।

বিজ্ঞাপন

আগামীকাল রোবাবর (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে যে গতিময় পিচ হবে সেটা মোটামুটি নিশ্চিতই করেছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। আর গতিময় পিচে নাহিদ রানা হতে পারেন দারুণ কার্যকর। বড় দলগুলোই যখন নাহিদের গতিতে দিশেহারা হয়েছেন সেখানে জিম্বাবুয়ের মতো পিছিয়ে থাকা দলের নিশ্চয় চিন্তিত হওয়ার কারণ আছে। তবে জিম্বাবুয়ের অধিনায়কের কণ্ঠে ছিল নাহিদকে পাত্তা না দেওয়ার সুর।

আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তার জবাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘এসব মাঠেই বুঝা যাবে। ম্যাচে যখন নাহিদ বল করবে আর প্রতিপক্ষ যখন ব্যাট করবে তখন আপনি তাদের শরীরী ভাষা দেখলে বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং কতটা এক্সট্রাডিনারি।’

বিজ্ঞাপন

এই ম্যাচে নাহিদের কাছ থেকে কি চান, সেটা তাকে বুঝিয়েও দিয়েছেন বলেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের বার্তা, যতটা সম্ভব জোরে বোলিং করবেন নাহিদ, ‘ওকে আমি অনেক আগে থেকে চিনি। আমার বিভাগ থেকে জাতীয় লিগ খেলছে। যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতে তখন থেকেই চিনি কাজেই তখন থেকে এখন পর্যন্ত একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত এই বাতাটা পরিস্কার। আমি আশা করব যে আগামী কালকে যদি খেলার সুযোগ আসে। তাহলে ও যেন ১৪০ প্লাস বল করে।’

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর