তিন পেসার নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০ এপ্রিল ২০২৫ ০৯:৫০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:৪৩
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন পেসার নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। নাহিদ রানা, হাসান মাহমুদের সঙ্গে আছেন খালেদ আহমেদ।
রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, সিলেটে জিম্বাবুয়ের জন্য গতিময় পিচ তৈরি করবে বাংলাদেশ। তিন পেসার নিয়ে সে অনুযায়ী একাদশও সাজালো বাংলাদেশ।
একাদশে দুই স্পিনার অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে একাদশে মিরাজই একমাত্র অলরাউন্ডার। ব্যাটিংয়ে অধিনায়ক শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিমের সঙ্গে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও জাকের আলী অনিক। নেই জাকির হাসান।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ: বেন কুরান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নাইউচি।
সারাবাংলা/এসএইচএস