এক সেশনে ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
২০ এপ্রিল ২০২৫ ১৫:২৯ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১১
দিনের প্রথম সেশনে ২ উইকেটে ৮৪ রান তুলে লাঞ্চ ব্রেকে গিয়েছিল বাংলাদেশ। সকালের ব্যাটিং ধ্বস বাংলাদেশ সামলে উঠেছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দৃঢ়তায়। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় সেশনে মাত্র ৭০ রানের ব্যবধানে পাঁচ উইকেট নেই বাংলাদেশের। ব্লেসিং মুজারাবানির পেসের সাথে ওয়েলিংটন মাসাকাদজার স্পিন জাদুতে ১৫৪ রানে ৭ উইকেট হারিয়ে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ।
দিনের শুরুতে ৩২ রানের মধ্যেই বাংলাদেশের দুই ওপেনারকে ফেরান পেসার ভিক্টর নুয়াচি। এরপর শান্ত-মুমিনুল গড়েন ৬৬ রানের জুটি। লাঞ্চ ব্রেক থেকে ফিরে শান্তও আর ইনিংস বড় করতে পারেননি, যদিও উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন তিনি; মুজারাবানির পাতা ফাঁদে পা দিয়ে। টানা বাউন্সার করে যাচ্ছিলেন এই ডানহাতি পেসার, শান্তও সেসব আটকাচ্ছিলেন ধৈর্য্যের সাথে। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি নিজেকে আটকে রাখতে। অফ স্টাম্পের বাইরের লাইনের বলে খোঁচা দিয়ে পয়েন্ট ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। ৬৯ বলে ৪০ রান করেন শান্ত।
শান্ত ফিরলেও উইকেটের অন্য প্রান্ত আগলে ছিলেন মুমিনুল। ছুঁয়েছেন নিজের ২২ তম ফিফটি। তবে এর আগে আজ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। মিড উইকেট দিয়ে মাসাকাজদাকে তুলে মারতে গিয়ে বেনেটের হাতে ক্যাচ দিয়েছেন তিনি, তার ব্যাট থেকে এসেছে ৪ রান।
মাসাকাদজার দ্বিতীয় শিকার মুমিনুল। ফিফটি ছোঁয়ার পর অফ স্টাম্পের বাইরের বলে টেনে স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ওয়েসলে মাধেভেরের হাতে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটার। তার আউট হওয়ার ধরণ আজ ছিল দৃষ্টিকটু, ১০৫ বলে ৫৬ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।
মুজারাবানির বাউন্সারে উইকেট দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শেষ মুহূর্তে সরতে গিয়েও পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার মায়োভোর হাতে। আর টেইলএন্ডার তাইজুল ফিরেছেন মাসাকাজদার তৃতীয় শিকার হয়ে। অদ্ভুত এই ব্যাটিং ধ্বসের পর বাংলাদেশের আশার আলো হয়ে আছেন জাকের আলী অনিক। হাসান মাহমুদকে সাথে নিয়ে ডানহাতি এই ব্যাটার মাঠ ছেড়েছেন ১০* রানে অপরাজিত থেকে।
সারাবাংলা/জেটি