হামজার মতো ইংল্যান্ডের আরেক ফুটবলার আসছেন বাংলাদেশে?
২০ এপ্রিল ২০২৫ ১৬:১৪ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:১৫
দৃশ্যপটে হামজা চৌধুরীর আগমনের পর থেকে যেন নতুন জোয়ার এসেছে বাংলাদেশের ফুটবলে। তার পথ ধরে বাংলাদেশমুখী হচ্ছেন আরও কিছু প্রবাসী ফুটবলার। কদিন আগে কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত শামিত সোম রাজি হয়েছেন লাল-সবুজের জার্সিতে খেলতে। সেই ধারাবাহিকতায় আরেক ইংল্যান্ড প্রবাসী তরুণ ফুটবলার কিউবা মিচেলও সবুজ সংকেত দিয়েছেন বাফুফেকে।
ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেন মিচেল। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে বর্তমানে খেলছেন তিনি। ইতোমধ্যে বাফুফেকে মৌখিক সম্মতি দিয়েছেন এই তরুণ মিডলফিল্ডার। এরপর আনুষ্ঠানিকভাবে তাকে প্রস্তাবও পাঠিয়েছেন বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘“কিউবা কম বয়সী আর খেলার মানও ভাল। তাকে আনা গেলে অনেকদিন সার্ভিস পাওয়া যাবে। এজন্যই তার প্রতি আমাদের আগ্রহ তৈরি হেয়েছে। জুম মিটিংয়ে কিউবা মৌখিকভাবে আগ্রহ দেখিয়েছে। তাই আমরা আনুষ্ঠানিকভাবে তাকে প্রস্তাব দিয়েছি।
মিচেলের বাবা জ্যামাকাইন ও মা বাংলাদেশি। এখনও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেননি, সেই সুবাদে তাকে খেলাতে খুব বেশি বেগ পেতে হতে হবে না বাফুফেকে। বাংলাদেশের পাসপোর্ট ও এফএ’র ছাড়পত্র পেলেই জামাল-হামজাদের সাথে খেলার যোগ্যতা অর্জন করবেন তিনি।
কিউবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়ামাত্রই তার পাসপোর্ট তৈরির কাজ শুরু করবে বাফুফে। আসন্ন মে মাসের মধ্যেই তার পাসপোর্ট-সহ যাবতীয় কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী বাফুফে।
সারাবাংলা/জেটি