Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ব্যাটিং ব্যর্থতা, ২০০ হলো না বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৫ ১৬:২৪ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৮:০৩

প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হয়েছে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিং অর্ডারের অবস্থা ছিল তথৈবচ। টেস্ট সিরিজজুড়ে একমাত্র ব্যতিক্রম ছিলেন জাকের আলী অনিক। আজ (রবিবার) সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টেও ব্যাটিং ধ্বসের পর আশার আলো হয়ে ছিলেন তিনি। কিন্তু ব্যর্থ হলেন জাকের, খেলতে পারলেন না বড় ইনিংস। দ্বিতীয় সেশনের ব্যর্থতার পর প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১৯১ রানে।

বিজ্ঞাপন

দীর্ঘ চার মাস পর ঘরের মাঠের ম্যাচ দিয়ে বাংলাদেশ ফিরেছে টেস্ট ক্রিকেটে। কিন্তু চেনা কন্ডিশনেও পিছু ছাড়ল না ব্যাটিংয়ের সেই পুরনো সমস্যা। বাকিদের আউট কিংবা এপ্রোচ খন্ডানোর আগে মুশফিকুর রহিম, মুমিনুল হকের দুটো ডিসমিসালের দিকে চোখ রাখলেই বলা যায়, এখনও সেই আদিম ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে সব।

দলের সবচেয়ে অভিজ্ঞা নাম মুশফিক, ওয়েলিংটন মাসাকাজদার ঝুলিয়ে দেয়া শর্ট লেংথের বলটা তিনি চাইলে লেগ সাইড রিজিওনের যেকোনো দিকেই খেলতে পারতেন, কিন্তু টেনে খেলতে গিয়ে ক্যাচ দিলেন শর্ট মিড উইকেটে। রীতিমতো উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি। একশোর বেশি বল খেলা মুমিনুলও এভাবেই আউট হয়েছেন। সেই মাসাকাদজার অফ স্টাম্পের বাইরের বল টেনে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন সেই মিড উইকেটেই। অথচ একশোর বেশি বল খেলেছেন, উইকেটে ছিলেন দীর্ঘক্ষণ। ১০৫ বলে ৫৬ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

সকালের সেশনে এক রানের ব্যবধানে দুই ওপেনার সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয় ফেরার পর সেই চাপ সামাল দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একটা প্রান্ত আগলে রেখে শুরুর ধাক্কা সামলে উঠেন তিনিই, সাথে ছিলেন মুমিনুল। দুজনের ৬৬ রানের রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ তখন অনেকটাই বাংলাদেশের হাতে, স্বস্তি নিয়েই লাঞ্চ ব্রেকে যায় বাংলাদেশ। বৃষ্টির বাধায় কিছুটা দেরিতে শুরু হওয়া দ্বিতীয় সেশনেই বাধে বিপত্তি।

মুজারাবানির টানা বাউন্সারগুলো বেশ সামলে নিচ্ছিলেন শান্ত, কিন্তু শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেননি। অফ স্টাম্প লাইন আর নিজের শরীরের বাইরের সেই বাউন্সারে স্কয়ার ড্রাইভ করতে গিয়ে যেভাবে ক্যাচ দিয়েছেন শান্ত, সেটা বেশ দৃষ্টিকটু। ৪০ রাম করেন বাংলাদেশ অধিনায়ক।

বিজ্ঞাপন

দ্বিতীয় সেশনে মাত্র ৭০ রানের পাঁচ উইকেট হারায় বাংলাদেশ, ৭ উইকেটে ১৫৪ রান তুলে চা-বিরতিতে যান জাকের আলী ও হাসান মাহমুদ। জাকেরের ওপর শেষ ভরসাটা ছিল দলের, যদিও টেইলএন্ডারদের নিয়ে বেশি দূর এগোতে পারেননি তিনি। ওয়েসলে মাধেভেরেকে উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে কভারে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দেন তিনি। চারটি চারের মারে রানের গতি কিছুটা বাড়ানো হাসান মাহমুদ বোল্ড হয়েছেন মুজারাবানির বলে। চার বল খেলে রানের খাতা খোলার আগেই শেষ ব্যাটার হিসেবে জিম্বাবুয়েকে উইকেট দিয়েছেন নাহিদ রানা।

তিনটি করে উইকেট নিয়েছেন মুজারাবানি ও মাসাকাদজা, দুটি করে শিকার নুয়াচি ও মাধেভেরের।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর