Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির সেরা একাদশে ২ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫ ১৮:৫৯

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

শেষ হয়েছে আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাইপর্ব থেকে মূলপর্বের টিকেট পেয়েছে বাছাইপর্বের আয়োজক পাকিস্তান ও বাংলাদেশ। ধারাবাহিক পারফরম্যান্সে পাকিস্তান বেশ সহজে উতরে গেলেও বাংলাদেশকে যেতে হয়ে সমীকরণের মারপ্যাঁচ গলে। ওয়েস্ট ইন্ডিজ জিতেও বাদ পড়েছে নেট রান রেটে বাংলাদেশের চেয়ে ০.০১৩-এ পিছিয়ে থাকাতে। শেষের সমীকরণ মিলেনি ক্যারিবিয়ানদের, তাই পাকিস্তানের সাথে ভারতের টিকেট পেলে বাংলাদেশও।

বিজ্ঞাপন

পাকিস্তানে অনুষ্ঠিত এই বাছাইপর্ব শেষে আইসিসি বেছে নিয়েছে টুর্নামেন্টের সেরা একাদশ। যেখানে জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।

টুর্নামেন্টে পাঁচ ম্যাচের সবকয়টিতে ব্যাট করে ২৬৬ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। সাথে ক্যাচও নিয়েছেন একটি। ৯৪ রানের ইনিংসে শুরু করেছিলেন বাছাইপর্ব। এরপর ফিফটি ছুঁয়েছেন টানা দুই ম্যাচে। সব মিলিয়ে তার ফিফটি।

অধিনায়ক জ্যোতিকে আইসিসি বেছে নিয়েছে একাদশের উইকেটকিপার হিসেবে। পেয়েছেন ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি, সেই সেঞ্চুরিটাই ওয়ানডেতে বাংলাদশের দ্রুততম। থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ডগড়া সেই ইনিংসে ওয়ানডেতে সর্বোচ্চ সংগ্রহ পায় বাংলাদেশ। এবং একইসাথে সেই ম্যাচ বাংলাদেশ জিতেছিল নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের ব্যবধানে। সেঞ্চুরির সাথে দুটো ফিফটিও করেছেন জ্যোতি। সাথে দুই ক্যাচ, তিন স্টাম্পিং করে উইকেটের পেছনেও ছিলেন দারুণ এক্টিভ।

এই দুজন সেরা একাদশে জায়গা পেলেও দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন বাংলাদেশের রাবেয়া খান।

বাছাইপর্বের সেরা একাদশ: হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলি (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাস্রা সান্ধু (পাকিস্তান) ও সাদিয়া ইকবাল (পাকিস্তান)

দ্বাদশ ক্রিকেটার: রাবেয়া খান (বাংলাদেশ)

সারাবাংলা/জেটি

নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেট দল শারমিন আক্তার সুপ্তা

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর