Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিদের জয়ের ম্যাচে নায়ক এল হাদারি


২৫ জুন ২০১৮ ২২:০৫

।। সারাবাংলা ডেস্ক ।।

মোহামেদ সালাহ এক গোল করেছেন। সহজ একটা সুযোগ মিস না করলে করতে পারতেন আরও একটি। সৌদি আরবের সাথে মিশরের ম্যাচটা শেষ পর্যন্ত সৌদি আরব জিতল ২-১ গোলে। ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে জয় পেল সৌদিরা। ম্যাচটা ছিল গুরুত্বহীন, দুই দলই যে বিদায় নিয়েছে আগেই। তবে ইসাম এল হাদারির জন্যই ম্যাচটা অনেক দিন মনে রাখবে বিশ্বকাপ।

বিশ্বকাপ দলে নেওয়ার পরেই জেগেছিল সম্ভাবনা। কলম্বিয়ার ফরিদ মনড্রাগন গত বিশ্বকাপ খেলেছিলেন ৪৩ বছর ৩ দিনে। ইসাম এল হাদারির সামনে সুযোগ ছিল সেই রেকর্ড ভেঙে দেওয়ার। প্রথম দুই ম্যাচে সে রেকর্ড ভাঙার সুযোগ পাননি, বেঞ্চেই বসিয়ে রেখেছিলেন মরক্কোর কোচ হেক্টর কুপার। তৃতীয় ম্যাচে এসে সেই রেকর্ড ভাঙার সুযোগ পেলেন। ৪৫ বছর ১৬১ দিনে খেললেন বিশ্বকাপের কোনো ম্যাচ, সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার নতুন রেকর্ড গড়লেন।

তবে এল হাদারির রূপকথা এখানেই থেমে যেতে পারত। কিন্তু তা আর হয়নি। আক্রমণ-পালটা আক্রমণের খেলায় শুরু থেকেই ব্যস্ত ছিলেন। এর মধ্যে ২২ মিনিটে সৌদি রক্ষণের ভুলের সুযোগ নিয়ে মো সালাহ এগিয়ে দেন মিশরকে। মিনিট খানেক পরেই সালাহ আরও একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু ফাঁকা পোস্টে চিপটা রাখতে পারলেন না। উলটো ৪১ মিনিটে প্রথম পেনাল্টি পেয়ে যায় সৌদিরা। যদিও হ্যান্ডবল ইচ্ছাকৃত ছিল কি না সেটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু হাদারি দেখালেন, বয়স শুধুই একটা সংখ্যা। দারুণ এক সেভে ঠেকিয়ে দিলেন ফাহাদ আল মুয়াল্লাদের পেনাল্টি।

প্রথমার্ধের শেষ দিকে আসে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। পেনাল্টি বক্সে সৌদি আরবের একজনকে ফাউল করার জন্য যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি, সেটা মোটেই পেনাল্টি মনে হয়নি। রেফারি ভিডিওর সহকারীর সাথে কথা বললেন, অনেকক্ষণ ধরে রিপ্লে দিলেন, কিন্তু সবাইকে হতভম্ব করে নিজের সিদ্ধান্তে অটল রইলেন। শেষ পর্যন্ত সালমান আল ফারাজের ওই পেনাল্টি থেকেই গোল করে সমতা ফেরাল সৌদি আরব।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে মিশরের চেয়ে সৌদি আরবই বেশি সুযোগ পেয়েছিল। এবারও হাদারি দৃশ্যপটে, বেশ কিছু দারুণ সেভ করেছেন। শেষ পর্যন্ত যোগ করা সময়ের শেষ মুহূর্তে গিয়ে আরও একবার গোল হজম করতে হয়েছে। শেষ সময়ে সালেম আল দাউসাউরির গোলে জয় পেয়েছে সৌদিরা। আর শূন্য হাতে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর।

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন

ধরা পড়লো সাইফের ওপর হামলাকারী
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২১

বকেয়া বেতন পেয়েই এমন জয় রাজশাহীর
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর