Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট টেস্ট: দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নাহিদের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১২:১৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:৩১

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনটা ছিল পুরোপুরি হতাশার। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে অবশ্য ঘুরে দাঁড়াতে পারল বাংলাদেশ। বাংলাদেশ না বলে নাহিদ রানার নামও বলা যায়। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে জিম্বাবুয়ের চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যার তিনটিই নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

অভিষেকের পর থেকেই গতিময় বোলিংয়ের জন্য আলোচিত হয়ে আসছেন নাহিদ। তবে সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ের অধিনায়ক শেন উইলিয়ামের কণ্ঠে ছিল নাগিদকে পাত্তা না দেওয়ার সুর। টেস্টের প্রথম দিনে বাংলাদেশের এই তরুণ পেসারকে খুব একটা পাত্তা দেয়ওনি জিম্বাবুয়ে। দেদাড়ছে রান তুলেছে নাহিদের বিরুদ্ধে। তবে দ্বিতীয় দিনের প্রথম সকালে নিজের জাত ঠিকই চেনালেন বাংলাদেশের তরুণ পেসার।

বিজ্ঞাপন

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা জিম্বাবুয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে। অর্থাৎ হাতে ৬ উইকেট রেখে আর ৫৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা। গতকাল আগে ব্যাটিং করতে নেমে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস।

সোমবার (২১ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতেই উইকেট পেয়েছে বাংলাদেশ। টেস্টে ঘুরে দাঁড়াতে হলে দিনের শুরুতে প্রভাব বিস্তার করা দরকার ছিল বাংলাদেশের। নাহিদ রানা সেই দাবিটা মিটিয়েছেন। দিনের তৃতীয় ওভারেই উইকেট এনে দিয়েছেন তরুণ পেসার।

দারুণ এক বাউন্সারে ফিরিয়েছেন ৫৫ বলে ১৮ রান করা বেন কারেনকে। খানিক বাদে সবচেয়ে বড় কাটা ব্রাইন বেনেটকে ফিরিয়েছেন নাহিদই। নাহিদের অফ স্ট্যাম্পের বাইরের বলে কাট করার চেষ্টা করেছিলেন বেনেট। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক জাকের আলী অনিকের গ্লাভসে। গতকাল বাংলাদেশি পেসারদের ভালো ভোগানো জিম্বাবুয়ান ওপেনার আজ আউট হওয়ার ৬৪ বল খেলে ১০টি চারের সাহায্যে ৫৭ রান করেন।

বিজ্ঞাপন

এরপর নিক ওয়েলচেরকে ফেরান অপর পেসার হাসান মাহমুদ। হাসানের দুর্দান্ত ইনসুইং বল ওয়েলচেরের ব্যাট-প্যাডের ফাঁক গলে স্ট্যাম্প উপড়ে দিয়েছে। বিনা উইকেটে ৬৭ জিম্বাবুয়ে তৃতীয় উইকেট হারায় ৮৮ রানের মাথায়। এরপর দুই অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিন ও শন উইলিয়াম প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন।

তবে আরভিনকে বেশিদূর এগুতে দেননি নাহিদ রানা। মধ্যাহ্ন বিরতির আগে নাহিদের ব্যাক অফ আ লেন্থ ডেলিভারি আরভিনের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে জমা পরে। পরে রিউভ নিয়ে আরভিনের উইকেট পায় বাংলাদেশ। সেথানেই মধ্যাহ্ন বিরতি ঘোষণা করেন আম্পায়ার। ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় জিম্বাবুয়ে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর