সিলেট টেস্টে লিড নিল জিম্বাবুয়ে
২১ এপ্রিল ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৫:০৪
সিলেট টেস্টের সকালের সেশনে নাহিদ রানার তুমুল গতির স্পেলে টালমাটাল জিম্বাবুয়ে। নাহিদের বিধ্বংসী বোলিংয়ে একে একে ফিরেছেন দুই ওপেনার ও অধিনায়ক ক্রেইগ আরভিন। অবশ্য নাহিদের ধাক্কা সামলে নিয়েছে জিম্বাবুয়ে, শন উইলিয়ামসের ফিফটিতে। তার ৫৯ রানের ইনিংসে ২২ রানের লিড নিয়ে চা-বিরতিতে গেছে জিম্বাবুইয়ানরা। দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাট করে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান।
দিনের দ্বিতীয় সেশনে দুই উইকেট হারিয়ে ২৬ ওভারে ৮০ রান তুলেছে জিম্বাবুয়ে। সকালের সেশনে নাহিদের বলে দুই ওপেনারকে হারানোর পর হাসান মাহমুদের দারুণ এক ইনসুইংগারে বোল্ড হন নিক ওয়েলচ। ১০০ রানের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানো দলের হাল ধরেন উইলিয়ামস, যদিও অধিনায়ক আরভিন তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি।
উইলিয়ামসের চতুর্থ ফিফটিতে লড়াইয়ে ফেরে জিম্বাবুয়ে। অবশ্য তাকে ফিরিয়ে অস্বস্তি দূর করেছেন মেহেদী হাসান মিরাজ। এই অফস্পিনারের বলে স্লিপে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন বাঁহাতি উইলিয়ামস। দ্বিতীয় সেশন শেষ হওয়ার ৬ ওভার আগে আউট হয়েছেন তিনি। এর আগে খালেদ আহমেদের বলে ইনসাইড এজে বোল্ড হন ওয়েসলে মাধেভেরে।
সারাবাংলা/জেটি