Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকের পর নকআউটে স্পেন-পর্তুগাল


২৬ জুন ২০১৮ ০০:৫৬ | আপডেট: ২৬ জুন ২০১৮ ০২:৩৬

সারাবাংলা ডেস্ক।। 

নাটক বললেও কম বলা হয়। যেন ৯০ মিনিটের টান টান একটা থ্রিলার। সেটাও অভিনীত হলো রাশিয়ার দুই মাঠে। সারানস্কে ইরানের সঙ্গে জিততে জিততেও ড্র করল পর্তুগাল, হারতেও পারত আরেকটু হলে। ক্রিশ্চিয়ানো রোনালদো করলেন পেনাল্টি মিস। অন্যদিকে মরক্কোর সাথে হারতে হারতেও ২-২ গোলে ড্র করল স্পেন। শেষ পর্যন্ত স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যাচ্ছে নকআউট পর্বে, সেখানে তাদের প্রতিপক্ষ রাশিয়া। আর রানার আপ হয়ে পর্তুগাল পাচ্ছে উরুগুয়েকে।

বিজ্ঞাপন

অথচ দুই ম্যাচের শেষ সময়েও মনে হচ্ছিল, পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যাচ্ছে। সেখানে তাদের সঙ্গী স্পেন। নিজেদের ম্যাচটা জিতলে নকআউট নিশ্চিত হয়ে যেত পর্তুগালের, ড্র করলেও তাই। আর স্পেনেরও দরকার ছিল একটা ড্র। কিন্ত নাটক শুরু হয় স্পেনের ম্যাচের ৮ মিনিটে। বুলেট গতির এক হেড থেকে স্পেনকে হতভম্ব করে এগিয়ে দেন মরক্কর ইউসেফ এন নেসাইরি। তখনও অবশ্য হিসেবটা ছিল পর্তুগাল আর স্পেনের পক্ষে। হারলেও স্পেনের পয়েন্ট, ওদিকে পর্তুগাল এগিয়ে আছে ১-০ গোলে।

তবে পর্তুগালের ম্যাচে এক দফা নাটক হয়ে গেছে আগেই। প্রথমার্ধে রিকার্দো কারেসমার দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল সেলেসাওরা। ইরান চেষ্টা করেও পারছিল না সমতা ফেরাতে। উল্টো ৫৩ মিনিটে রোনালদো পেয়ে যান পেনাল্টি। শুরুতে অবশ্য রেফারি সেটা দেননি, পরে ভিএআর আবারও রঙ্গমঞ্চে। কিন্তু অবিশ্বাস্যভাবে রোনালদোর পেনাল্টি ঠিক ঠেকিয়ে দেন ইরান গোলরক্ষক। এবার বিশ্বকাপে গোলটা পাঁচে নিয়ে হ্যারি কেইনকে ছুঁতে পারলেন না রোনালদো, বিশ্বকাপেও কোনো পর্তুগাল খেলোয়াড়ের এটা প্রথম পেনাল্টি মিস। এরপর ৮৩ মিনিটে আবারও নাটক, এবার রোনালদো কনুই দিয়ে গুঁটো দেওয়ার জন্য ভিডিও দেখেন রেফারি। অনেকক্ষণ দেখার পর শেষ পর্যন্ত রোনালদোকে স্বস্তি দিয়ে দেখিয়েছেন হলুদ কার্ড। যদিও ইরানের খেলোয়াড়ের মুখে আঘাত লেগেছিল কি না, সেটা ভিডিও দেখে বোঝা যায়নি।

বিজ্ঞাপন

তবে পর্তুগালের ম্যাচে নাটক শুরু হলো ৯০ মিনিটে এসে। এবার সেদ্রিক সোয়ারেসের হাতে লাগার জন্য পেনাল্টি দিলেন রেফারি। সেখান থেকে গোল করে সমতা ফেরালেন করিম আনসারিফার্দ। ইরানের তখন আর এক গোল হলেই চলে। অন্যদিকে স্পেনও তখন হারতে বসেছে।

সেই সুবর্ণ সুযোগটা পেল মিনিট খানেকের মধ্যে। বক্সের ভেতপর ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন মেহেদি তেরেমি, কিন্তু সেটা লাগে সাইড পোস্টে। একটু পরেই বাজে শেষ বাঁশি, ইরানের খেলোয়াড়েরা হতাশায় লুটিয়ে পড়েন মাটিতে।

নাটক তখন চলছে স্পেনের ম্যাচেও। হারতে হারতে স্পেন যোগ করা সময়ে পেয়ে গেছে গোল। ইয়াগো আসপাসের গোলটা শুরুতে অবশ্য বাতিল করে দিয়েছিলেন লাইন্সম্যান। কিন্তু অফসাইডটা ভিডিও সহকারী রেফারি পরে বাতিল করেছেন, গোল পেয়েছে স্পেন। ২-২ গোলের ড্রয়ে স্পেনই হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন, পর্তুগাল রানার আপ।

 

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর