সিলেটে বৃষ্টি, শুরু হয়নি তৃতীয় দিনের খেলা
২২ এপ্রিল ২০২৫ ১১:১৮
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে থেকে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু আজ (মঙ্গলবার) সকাল থেকে সিলেটে টানা বর্ষণে শুরুই হতে পারেনি তৃতীয় দিনের খেলা। দুই দলের ক্রিকেটাররা মাঠে এলেও মাঠে নেমে করতে পারেননি গা গরমের অনুশীলনও।
সিলেট টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা বন্ধ হলেও সেটা দীর্ঘায়িত হয়নি। গত দুই দিনে মেঘলা আকাশ থাকলেও আজকের মতো বৃষ্টি হয়নি। অবশ্য এই টেস্টের পাঁচ দিন জুড়েই ছিল বৃষ্টির পূর্ভাবাস।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকাজুড়ে বৃষ্টির তোড়। যদিও আকাশ মেঘাচ্ছন্ন। গ্রাউন্ডসম্যানরা এখনও শুরু করেননি মাঠ খেলার উপযোগী করে তোলার কাজ। অবশ্য মাঠ প্রস্তুত হতে হতে দিনের প্রথম সেশন ভেসে যাওয়ার সম্ভাবনাও আছে।
প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে দেয়ার পর ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে। শন উইলিয়ামসের ফিফটিতে ২৭৩ রান করে তারা। জবাবে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
সারাবাংলা/জেটি