Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজারাবানির তোপে লিড নিয়েও বিপদে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৫:৩৬

একাই তিন উইকেট নিয়েছেন মুজারাবানি

বৃষ্টিতে ভেসে গেছে দিনের খেলার প্রথম সেশন। দ্বিতীয় সেশনে আড়াই ঘণ্টার মতো খেলা যা হলো, তাতে ৭৩ রানের লিড নিলেও ব্যাটিং অর্ডারটা বেশ ধ্বসেই পড়েছে বাংলাদেশের। ব্লেসিং মুজারাবানির একের পর এক বাউন্সারে চা-বিরতি পর্যন্ত আরও ৯৮ রান তুলতে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। এক উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ চা-বিরতিতে গেছে ৪ উইকেটে ১৫৫ রান তুলে।

সেশনের শেষ বলে আউট হয়েছেন মুশফিকুর রহিম। মুজারাবানির লাফিয়ে ওঠা বলের সাথে খাপ খাইয়ে নিতে না পেরে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। দুই ইনিংসেই ব্যর্থ হলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেই থামলেন ৪ রান করে। সেশনের শুরুতে একইভাবে, মুজারাবানির একই ধরনের ডেলিভারিতে স্লিপে সেই আরভিনের হাতেই ক্যাচ দিয়ে থেমেছেন মাহমুদুল হাসান জয়।

বিজ্ঞাপন

জয়ের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক হাল ধরেন দলের। ৬৫ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ হাতেই রাখেন দুজন। আগের ইনিংসে ফিফটি করা মুমিনুলও এবারও এগোচ্ছিলেন আরেকটি ফিফটির দিকেই। কিন্তু ভিক্টর ন্যুয়াচির দারুণ এক বলে ছুঁয়ে যায় তার ব্যাটের কানা। বল জমা পড়ে উইকেট কিপার মায়াভোর হাতে। অধিনায়ক শান্ত অপরাজিত আছেন ৪৪ রানে।

সারাবাংলা/জেটি

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দল মুমিনল হক মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর