Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও হতাশ করলেন মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৭:৩৩

কিছুতেই যেন কিছু হচ্ছে না মুশফিকুর রহিমের। রানখরা কাটিয়ে উঠতে পারছেন না অভিজ্ঞ ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ মুশফিক। প্রথম ইনিংসের আউট হয়েছিলেন ৪ রান করে। দ্বিতীয় ইনিংসেও আউট সেই ৪ রানেই।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর অনেকটা সমালোচনার মুখে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন অনেক আগেই টি-টোয়েন্টি ছাড়া মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান পাননি। সব মিলিয়ে ওয়ানডেতে অবসরের আগের  ১৫ ইনিংসে ফিফটি ছিল মাত্র ১টি।

বিজ্ঞাপন

তার আগে বিপিএলে রান পাননি মুশফিক। ফলে ৩৮ বছরে পরতে যাওয়া মুশফিক কেন দলে থাকবেন সেই প্রশ্ন উঠে গিয়েছিল জোরেসোরেই। এসব প্রশ্নের মধ্যে ওয়ানডে ছাড়ার ঘোষণা দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তারপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে নেমেও রানখরা কাটাতে পারেননি মুশফিক।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও সেই একই দশা। টেস্টে সর্বশেষ ১১ ইনিংস ধরে ফিফটি নেই মুশফিকের। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছিলেন বাজে শটে। ১৮ বল খেলে ৪ রান করা মুশফিক স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার বল টেনে খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন।

দ্বিতীয় ইনিংসেও বাজেভাবে আউট হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। ব্লেসিং মুজারাবানির অফ স্ট্যাম্পের বাহিরের বল খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়েছেন মুশফিক। প্রথম ইনিংসের মতো ৪ রানেই আউট হয়েছেন, ২ বল বেশি খেলেছেন এই যা! প্রথম ইনিংসে ১৮ বল খেলেছিলেন, দ্বিতীয় ইনিংসে ২০।

প্রথম ইনিংসে মুশফিকের অমন আউটের পর প্রশ্ন করা হলে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন মন্তব্য করেননি। আজ এমন আউটের পরও নিশ্চয় প্রশ্ন উঠবে। সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিক দলে থাকবেন কিনা সেই প্রশ্নও উঠতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর