Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোকস্বল্পতায় স্থগিত ফেডারেশন কাপ ফাইনাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৮:৪৭

১-১ সমতায় আপাতত পরিত্যক্ত হয়েছে ফেডারেশন কাপের ফাইনাল

ঘরোয়া ফুটবলে আবাহনী আর বসুন্ধরা কিংসের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। আর সেটা যদি হয় ফেডারেশন কাপের মতো টুর্নামেন্টের ফাইনাল, তাহলে আর কথাই নেই। আজ (বুধবার) ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে এবারের ফাইনালেরশুরুটাও ছিল তেমন দারুণ। প্রথমার্ধ্বেই গোলের দেখা পায় দুই দল। কিন্ত মাঝের বিরতিতে সব ওলটপালট করে দেয়া কালবৈশাখীতে লণ্ডভণ্ড হয়ে যায় সব। উড়ে গেছে ডাগ আউট, টাচলাইনে জমেছে পানি, এলোমেলো হয়েছে প্রেসবক্সও। খেলা বন্ধ থাকে ঘণ্টাখানেক।

বিজ্ঞাপন

দীর্ঘক্ষণ সবাইকে অপেক্ষা করতে হয় মাঠকে খেলার উপযোগী করে তুলতে। সেখানেই দিনের আলো ফুরিয়ে গেছে বেশিরভাগ। স্টেডিয়ামে ফ্লাডলাইট নেই, তাই রেফারির চেষ্টা ছিল ১-১ সমতায় থাকা এই ম্যাচকে যেন শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। কিন্তু মাঝের মাঠ সেই মেরামতের সময়টাই ভোগাল শেষ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেও কেউ গোল দিতে না পারায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হতে হতে সন্ধ্যা নেমে আসে স্টেডিয়ামের আকাশ ফুঁড়ে। দুই দলের অধিনায়ক, কোচিং স্টাফ ও ম্যানেজারদের সাথে কথা বলে আলোকস্বল্পতার জন্য, ম্যাচ আজকের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেন রেফারি ও ম্যাচ অফিসিয়ালরা। পরবর্তীতে ম্যাচ কমিশনার আলোকস্বল্পতায় ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা দেন। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার নিয়ম নেই।

তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো বিশেষ কারণে যদি খেলা স্থগিত হয় কিংবা বন্ধ করে দিতে হয়, সেক্ষেত্রে যেখানে ম্যাচ থেমেছিল, নির্ধারিত দিনে সেখান থেকেই খেলা শুরু হবে। সেই হিসেবে, বাফুফের লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের নির্ধারিত দিনে অতিরিক্ত সময়ের বাকি ১৫ মিনিটের খেলা অনুষ্ঠিত হবে। তখনও ফলাফল সমতায় থাকলে ম্যাচের ভাগ্য গড়াবে টাইব্রেকারে।

আজ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কিংস। তৃতীয় মিনিটেই ফ্রি-কিক পায় ক্লাবটি। সাদ উদ্দিনের ফ্রি-কিক থেকে আবাহনী গোলরক্ষক পরাস্ত হলেও, বল চলে যায় বারের বাইরে। তবে এর মিনিট দুয়েক পর সেই সাদের নেয়া ফ্রি-কিকে হেড করে গোল দেন কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানো।

সমতায় ফিরতে আবাহনীও বেশি সময় নেয়নি। ১৫ মিনিটের এমেকার পাস থেকে বল পেয়ে যান ইব্রাহিম। এর আগে অবশ্য সেই পাস ক্লিয়ার করতে ব্যর্থ হন কিংস অধিনায়ক তপু বর্মণ। তাই ফাঁকায় বল পেয়ে প্লেসিং শটে গোল করে দলকে সমতায় ফেরান সাবেক কিংস প্লেয়ার ইব্রাহিম।

বিজ্ঞাপন

প্রথমার্ধে দুই দল যতটা আক্রমণাত্মক হয়ে খেলেছে, দ্বিতীয়ার্ধ্বে পারেনি। কারণ কাদা, আর পানি ভর্তি মাঠে বল নিয়েই এগোতে পারছিলেন না ফুটবলাররা। দুই দলের বেশ কিছু বিল্ড আপ, অ্যাটাক শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি বেহাল মাঠের জন্যই।

সারাবাংলা/জেটি

আবাহনী ফেডারেশন কাপ ফেডারেশন কাপ ফাইনাল বসুন্ধরা কিংস বাফুফে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর