Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়েকে ১৭৪ রানের লিড দিতে পারল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৬:০০

আগে দিন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল সিলেট টেস্টে জিম্বাবুয়েকে ৩০০ রানের লিড দিতে চায় বাংলাদেশ। কিন্তু সেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি স্বাগতিকরা। গতকাল নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের ব্যাটে সম্ভবনার প্রদীপ জ্বললেও আজ নিভে গেছে দ্রুতই।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ২৫৫ রানে। যাতে দুই ইনিংস মিলিয়ে ১৭৪ রানের লিড পেয়েছে বাংলাদেশ। সিলেটের পিচে জিম্বাবুয়েকে হারাতে এই রান যথেষ্ট কিনা সেটা সময়ই বলে দিবে। জবাব দিতে নেমে বিনা উইকেটে ৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে জিম্বাবুয়ে।

বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। স্বাগতিকদের থলিতে তখন ১১২ রানের লিড। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ রানে অপরাজিত ছিলেন। জাকের আলী অনিক দিন শেষ করেছিলেন ২১ রানে।

বিজ্ঞাপন

এই দুজনের জুটি যেভাবে জমেছিল এবং এই জুটির পর মেহেদি হাসান মিরাজ ছিলেন বলে মনে হচ্ছিল বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা লিড পেতে যাচ্ছে। কিন্তু এই ভাবনা সত্য হয়নি। দিনের শুরুতেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। ব্লেসিং মুজারাবানির বলে সেই ৬০ রানেই ফেরেন শান্ত।

মেহেদি হাসান মিরাজ টিকতে পেরেছেন মাত্র ১৫ বল! দ্রুত রান তুলতে থাকা মিরাজ কাটা পরেছেন সেই মুজারাবানির বলেই। ১৫ বলে ১১ রান করে ক্যাচ আউট হয়েছেন। লেজের ব্যাটারদের কাছ থেকেও পর্যাপ্ত সঙ্গ পাননি জাকের আলী। যাতে ৪ উইকেটে ১৯৪ রানে দিন শুরু করা বাংলাদেশ শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ২৫৫ রানে। জাকের আলী ১১১ বল খেলে ৪টি চার ১টি ছক্কায় ৫৮ রান করন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের আসল সর্বনাশটা করেছেন জিম্বাবুয়ান পেসার ব্লেসিং মুজারাবানি। ৭২ রান খরচায় একাই ৭ উইকেট নিয়েছেন মুজারাবানি।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৩ রান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর