Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৬:৩৮

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটকে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরী।

ম্যাচে দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাক হয় ইকরাম চৌধুরীর। বম্ব ডিসপোজাল ইউনিটের হয়ে ম্যাচ পর্যবেক্ষণ করছিলেন তিনি। পর স্থানীয় হাসপাতাল আল হারমাইনে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আবারও হার্ট অ্যাটাক করেন ইকরাম। সিসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবস্থার অবনতি হয় ইকরাম চৌধুরীর। এরপর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

ইকরাম চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চিফ সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াশিকুজ্জামান।

দীর্ঘ ১১ বছর ধরে বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করছিলেন তিনি। ইকরামের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি।

এক শোকবার্তায় বলা হয়েছে, ‘সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সিকিউরিটি কো–অর্ডিনেটর ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি। সিলেট ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত মুখ ছিলেন ইকরাম চৌধুরী। ২০১৪ সাল থেকে তিনি বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করছিলেন। ইকরাম চৌধুরীর পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা জানাচ্ছে বিসিবি।’

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর