জিম্বাবুয়ের বিপক্ষে হার শান্তর কাছে ‘বেশি হতাশার’ নয়
২৩ এপ্রিল ২০২৫ ২২:২৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২২:২৮
সিলেট টেস্টে চার দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। শক্তি-সামর্থ্য, অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম বা মুখোমুখি হিসেব সব কিছুতেই যোজন যোজন এগিয়ে থেকে সিলেট টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। ২০২১ সালে আফগানিস্তানকে হারানোর পর থেকে টেস্টে জয় ছিল না জিম্বাবুয়ের। এই সময়ের মধ্যে টেস্টে নবীন আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষেও হেরেছে জিম্বাবুয়ে। সেই দলটার বিপক্ষেই আজ হেরে গেল বাংলাদেশ। তবে এই হারে বেশি হতাশ নয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত!
বাংলাদেশ অধিনায়কের কাছে এই হারটা আর দশটা হারের মতোই। নিউজিল্যান্ড, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা মিলিয়ে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ হারের পর জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে জয়খরা ঘুচবে এমন প্রত্যাশা ছিল। কিন্তু হলো তার উল্টোটা।
ম্যাচের পুরোটা সময় জুড়েই বাংলাদেশের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে জিম্বাবুয়ে। তবু বিষয়টিকে অতো হতাশার হিসেবে দেখতে চান না বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘যেকোনো ম্যাচ হারলেই খারাপ লাগে। অবশ্যই আমরা আমাদের সামর্থ অনুযায়ী খেলতে পারিনি। এটা আমি বিশ্বাস করি। কারণ আমরা এর থেকে ভালো খেলার মতো দল। অনেক বেশি খারাপ লাগতেছে বিষয়টা এমন না। নরমালি ম্যাচ হারলে যেমন লাগে তেমনই লাগছে।’
আজ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা শান্তর ব্যাটে বড় লিডের স্বপ্ন দেখা হচ্ছিল। কিন্তু আজ দিনের শুরুতেই সেই ৬০ রানেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। দিনের শুরুতেই জিম্বাবুয়ান পেসার ব্লেসিং বুজারাবানির বাউন্সারে পুল খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন।
নিজের ওভাবে আউট প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘আমার কাছে তাই মনে হয় আমার আউটটা পুরো খেলাটা, আমাদের ব্যাটিংটা নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় ওই মোমেন্টাম ওরা পাওয়াতে আমরা খেলাটা হেরে গেছি। আমার সবসময় রানের জন্য চিন্তা থাকে। স্কোরিংয়ের সুযোগ পেলে ওটাই পরিকল্পনা থাকে। যেটায় আউট হয়েছি, আমার মনে হয়েছে যে, হ্যাঁ, সময় নিতে পারতাম। আরেকটু সময় নিতে পারতাম। দিনের দ্বিতীয় বল ছিল, আরেকটু সময় নিলে আরও ভালো হতো।’
সারাবাংলা/এসএইচএস